এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 50
491. সামাজিক ও পারিবারিক জীবনযাপনে কী করা উচিত?
- প্রচুর আয় করা
- কম ব্যয় করা
- আয় ও ব্যয় সমান হওয়া
- আয় বুঝে ব্যয় করা
492. পারিবারিক আয়-ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয় –
- চলতি বছরের মুনাফা জাতীয় ব্যয়
- বিগত ও চলতি বছরের মুনাফা জাতীয় ব্যয়
- চলতি ও পরবর্তী বছরের মুনাফা জাতীয় ব্যয়
- চলতি ও বিগত বছরের মুনাফা জাতীয় ব্যয়
493. পরিবারে তহবিল নির্ণয় করা হয় কীভাবে?
- প্রারম্ভিক সম্পদের সাথে প্রারম্ভিক দায় যোগ করে
- প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিয়ে
- মুনাফাজাতীয় আয় থেকে ব্যয় বাদ দিয়ে
- যাবতীয় সম্পদ যোগ করে
494. পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতের সর্বশেষ ধাপ কোনটি?
- আর্থিক অবস্থার বিবরণী
- আয়-ব্যয় বিবরণী
- প্রাপ্তি ও প্রদান হিসাব
- পারিবারিক তহবিল
495. আয় উদ্বৃত্ত আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে অন্তর্ভুক্ত করা হয়?
- সম্পদের দিকে দেখানো হয়
- দায়ের দিকে দেখানো হয়
- পারিবারিক তহবিলের সাথে যোগ করা হয়
- পারিবারিক তহবিল থেকে বিয়োগ করা হয়
496. পারিবারিক আয়ের আনুমানিক শতকরা কতভাগ বাসস্থান খাতে ব্যয় করা হয়?
- ১৫%-২৫%
- ২০%-২৫%
- ২৫%-৩০%
- ৩০%-৪০%
497. কোন ব্যয়গুলো পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতে অন্তর্ভুক্ত হয়?
- মুনাফাজাতীয় ব্যয়
- মুনাফাজাতীয় আয়
- মূলধনজাতীয় ব্যয়
- মূলধনায়িত ব্যয়
498. মো: আসিফ তার পরিবারের আনুমানিক ব্যয় ধরেছিলেন ২০,০০০ টাকা। কিন্তু প্রকৃতপক্ষে তার পরিবারের ব্যয় হলো ২২,০০০ টাকা। এক্ষেত্রে মোঃ আসিফের বাজেটের ফলাফল কীরূপ হবে?
- উদ্বৃত্ত বাজেট
- মোট ক্ষতি
- ঘাটতি বাজেট
- নিট ক্ষতি
499. পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী তৈরির পূর্বে –
- প্রাপ্তি ও প্রদান হিসাব হতে নগদ প্রবাহ নির্ণয় করতে হবে
- মূলধন নির্ণয় করতে হবে
- আয়-ব্যয় বিবরণী হতে উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করতে হবে
- কোনটিই নয়
B,C
500. প্রাপ্তি ও প্রদান হিসাবের মাধ্যমে কোনটি প্রদর্শিত হয়?
- সম্পত্তি ও দায়ের অবস্থা
- মুনাফা জাতীয় আয়-ব্যয়ের পরিমাণ
- পরিবারের আয়ের উদ্বৃত্ত বা ঘাটতি
- সমাপনী নগদ উদ্বৃত্ত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি ভুগোল ও পরিবেশ মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
0 responses on ""পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 50"