পাকিস্তান-থেকে-বাংলাদেশ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 977
9761. ১৯৫৬ সালে প্রণীত পাকিস্তান সংবিধান কেনা তারিখ থেকে কার্যকর করা হয়?
- ১৪ আগস্ট
- ২৩ মার্চ
- ২১ ফেব্রুয়ারি
- ১২ মার্চ
9762. ২১ দফাভিত্তিক যুক্তফ্রন্টের নির্বাচনি ইশতেহার রচনা করেন-
- তাজউদ্দিন আহমদ
- সাংবাদিক আবুল মনসুর আহমদ
- ইয়াজউদ্দিন আহমদ
- ফজলুল হক
9763. কে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়-
- ২ মার্চ
- ৫ মার্চ
- ৭ মার্চ
- ২ মে
9764. পাকিস্তানের প্রথম গর্ভনর জেনারেল ছিলেন-
- ইস্কান্দার মির্জা
- গোরা মোহাম্মদ
- মোহাম্মদ আলী জিন্নাহ
- নওয়াজ শরীপ
9765. ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে-
- ৬ ডিসেম্বর
- ৭ ডিসেম্বর
- ৮ ডিসেম্বর
- ১০ ডিসেম্বর
9766. যে স্তরের মানুষ স্বাধীন বাংলা প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হয়ে ওঠে তারা হলেন-
- ছাত্র-শিক্ষকরা
- আইনজীবীরা
- শিল্পীরা
A,B,C
9767. ছাত্রদের ১১ দফার কোন দফার আগরতলা মামলা তুলে নেওয়ার কথা বলা হয়?
- ৭ নং দফায়
- ৮ নং দফায়
- ১০ নং দফায়
- ১১ নং দফায়
9768. কোন নির্বাচন ছিল যুক্ত পাকিস্তানের মৃত্যুঘন্টা?
- ১৯৫৪ সালের নির্বাচন
- ১৯৫৮ সালের নির্বাচন
- ১৯৭০ সালের নির্বাচন
- ১৯৭২ সালের নির্বাচন
9769. ১৯৪৬ সালে কোন সম্মেলনে লাহোর প্রস্তাবের মূলনীতিগুলো সংশোধন করা হয়?
- মুসলিম লীগ দলীয় সম্মেলনে
- আওয়ামী লীগ দলীয় সম্মেলনে
- যুক্তফ্রন্টের দলীয় সম্মেলন
- জামায়াতে ইসলামীর সম্মেলনে
9770. ১৯৫৮ সালে কে পাকিস্তানে সামরিক শাসন জারি করেন?
- প্রেসিডেন্ট ইস্কান্দার মীর্জা
- জেনারেল আইয়ুব খান
- জেনারেল আজম খান
- জেনারেল ইয়াহিয়া খান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "পাকিস্তান-থেকে-বাংলাদেশ - এইচএসসি-পৌরনীতি-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 977"