এইচএসসি পদার্থবিজ্ঞান ২য়পত্র মডেল টেস্ট – 1462
14611. কত সালে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন?
- 1857 সালে
- 1867 সালে
- 1887 সালে
- 1897 সালে
14612. নিচের কোনটি তেজস্ক্রিয়তার এসআই একক?
- বেকেরেল
- ওয়েবার/মিটার
- কুলম্ব
- নিউটন
14613. প্রকৃতির মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রোটন সমৃদ্ধ স্থায়ী নিউক্লিয়াস কোনটি?
- বিসমাথ
- লেড
- টিন
- কার্বন
14614. হিলিয়াম নিউক্লিয়াসে-
- চারটি প্রোটন থাকে
- দুইটি ইলেকট্রন থাকে
- মোট ধনাত্মক চার্জের পরিমাণ 2e+
- উপরের সবগুলো
14615. প্রোটন ও নিউট্রনকে একত্রে কী বলা হয়?
- নিউক্লিয়ন
- নিউট্রিনো
- ইলেকট্রন
- আইসোটোপ
14616. ইউরেনিয়ামের অর্ধায়ু কত?
- 450 কোটি বছর
- 540 কোটি বছর
- 640 কোটি বছর
- 504 কোটি বছর
14617. যেসব পরমাণুর প্রোটন সংখ্যা এবং ভরসংখ্যা সমান কিন্তু তাদের অভ্যন্তরীণ গঠন ভিন্ন তাদেরকে কী বলে?
- আইসোবার
- আইসোমার
- আইসোটোপ
- আইসোটোন
14618. প্রোটন নিউট্রনে রূপান্তরিত হলে কোনটি নির্গত হয়?
- ইলেকট্রন
- পজিট্রন
- নিউট্রিনো
- মেসন
14619. নিউক্লিয়াসে যে সকল কণা থাকে তাদেরকে কী বলে?
- ভরসংখ্যা
- পারমাণবিক সংখ্যা
- নিউক্লিয়ন
- নিউক্লাইড
14620. অর্ধপরিবাহীর কোনটিতে ইলেক্ট্রন সম্পূর্ণ পূর্ণ থাকে?
- পরিবহ ব্যান্ড
- পরিচলন ব্যান্ড
- শক্তি ব্যান্ড
- যোজন ব্যান্ড
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
আরো দেখুনঃ
এইচএসসি বাংলা মডেল টেস্ট
এইচএসসি পদার্থবিজ্ঞান মডেল টেস্ট
এইচএসসি জীববিজ্ঞান ১মপত্র মডেল টেস্ট