কাজক্ষমতা-ও-শক্তি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1338
13371. 270 kg ভরের একটি বোঝা একটি ক্রেনের সাহায্যে 0.1 ms-1 ধ্রুব বেগে উঠানো হলে ক্রেনের কত ক্ষমতা ব্যয় হয়?
- 164.6 W
- 264.6 W
- 364.6 W
- 464.6 W
13372. কোনো বলের ক্রিয়া অভিমুখ যদি বস্তুর গতি অভিমুখের উপর নির্ভর করে তবে ঐ বলকে কি বলা হবে?
- ধ্রুব বল
- পরিবর্তন বল
- সংরক্ষণশীল বল
- অসংরক্ষণশীল বল
13373. কোনো বস্তুকে উপর হতে নিচে নামাতে প্রযুক্ত বল দ্বারা সম্পাদিত কাজ –
- ধনাত্মক কাজ
- ঋণাত্মক কাজ
- শূন্য কাজ
- অসীম কাজ
13374. শক্তির নিত্যতা সূত্র মেনে চলে-
- আন্দোলিত সরল দোলক
- মুক্তভাবে পতনশীল বস্তু
- ঘর্ষণের বিরুদ্ধে কোনো বস্তু যখন চলে
13375. একটি বস্তু নিচে পড়তে থাকলে –
- স্থিতিশক্তি বৃদ্ধি পায়
- গতিশক্তি বৃদ্ধি পায়
- গতিশক্তি কমে যায়
- স্থিতিশক্তি বা গতিশক্তি অপরিবর্তিত থাকে
13376. প্রসঙ্গ তল বিবেচনায় নিচের কোন প্রকার শক্তি ঋণাত্মক হতে পারে?
- বিভবশক্তি
- গতিশক্তি
- তড়িৎ শক্তি
- রাসায়নিক শক্তি
13377. কার্যকর শক্তি/প্রদত্ত শক্তি = ?
- শক্তির নিত্যতা সূত্র
- স্থিতিশক্তি
- গতিশক্তি
- কর্মদক্ষতা
13378. শক্তির একক কোনটি?
- ওয়াট
- অশ্বক্ষমতা
- জুল
- জুল-সেকেন্ড
13379. প্রযুক্তি বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের পরিমাণ সর্বোচ্চ হবে?
- 0
- 450
- 900
- 1800
13380. একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 12 m এবং ব্যাস 1.8 m। একটি পাম্প 24 মিনিটে কুয়াটিকে পানিশূন্য করতে পারে। পাম্পের অশ্বক্ষমতা কত?
- 2.96 H.P
- 3.2 H.P
- 4.66 H.P
- 1.67 H.P
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "কাজক্ষমতা-ও-শক্তি - এইচএসসি-পদার্থবিজ্ঞান ১মপত্র-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1338"