ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ

হৃদযন্ত্রের একটু এদিক সেদিক হলেই মানুষ পরকালের ভাবনায় আচ্ছন্ন হয়ে পড়ে। সুস্থ জীবনের জন্য তাই দরকার একটা সুস্থ হৃৎপিন্ডের। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সুস্থ হৃৎপিন্ডের প্রত্যয়েই গঠিত, যেখানে হার্ট তথা হৃদযন্ত্রের সকল ধরনের সর্বাধুনিক চিকিৎসা করানো হবে।

ধরণঃ

এটি হার্টের চিকিৎসার জন্য একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।

ঠিকানা ও ফোনঃ
প্লট নং ৭/২, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
ফোন – ৮০৬১৩১৪-৬, ৮০৫৩৯৩৫-৬।
ফ্যাক্স -৮০২১৩৯৯
ই-মেইল- nhfadmin @ agni. com
ওয়েব সাইট- www.nht.org.bd

অনুসন্ধানঃ
হাসপাতালের নিচ তলায় অনুসন্ধান ডেস্ক অবস্থিত।
ফোন- ৮০৬১৩১৪-৬ ও ৮০৫৩৯৩৫-৬।
এক্সেটেলন-১১৫।

বহির্বিভাগঃ
সাধারণত হৃদরোগের চিকিৎসা দেয়া হয়।

রোগী ভর্তি তথ্যঃ
বহির্বিভাগ থেকে ৫০ টাকা দিয়ে টিকেট কেটে ডাক্তার দেখানোর পর ডাক্তার ভর্তির জন্য রেফারেন্স করলে হাসপাতালের নিচতলায় অবস্থিত কাউন্টারে যেতে হয়।
ডাক্তারের পরামর্শ পত্র দেখাতে হবে।
ভর্তির জন্য ভর্তি ফি ৪০০ টাকা প্রদান করতে হবে। সেবা খরচ নিম্নে হাসপাতালের বিভিন্ন সেবার খরচ তুলে ধরা হল-

ক্রঃ নং

টেষ্টের নাম

খরচ

০১ সি. সি ইউ ১৫০০ টাকা
০২ পি সি সি ইউ ৯০০ টাকা
০৩ হার্ট ফেইলর ইউনিট ৯০০ টাকা
০৪ পোষ্ট ক্যাথ ৯০০ টাকা
০৫ আই সি ইউ ১৫০০ টাকা
০৬ পি আই সি ইউ ৯০০ টাকা
০৭ ইমারজেন্সী ৪০০ টাকা
০৮ পি ক্যাথ ৪০০ টাকা
০৯ পুরুষ ওয়ার্ড/ ওয়ার্ড/ ওয়ার্ড-১০ ৪০০ টাকা
১০ বায়ী ওয়ার্ড ৪০০ টাকা
১১ ওপিডি ৫০ টাকা
১২ কেবিন (নন এসি) ১৬০০ টাকা
১৪ কেবিন (এসি) ২২০০ টাকা
১৫ মর্গ ৫০০০ টাকা

বিঃ দ্রঃ এখানে প্রতিদিনের খরচ তুলে ধরা হয়েছে।

ওয়ার্ড ও কেবিনঃ
হাসপাতালের মোট আসন সংখ্যা ৩০০ টি।
কেবিন সংখ্যা ২১ টি এবং ওয়ার্ডের সংখ্যা ২১ টি।

ক্রঃ নং

ওয়ার্ড ও কেবিন

ভাড়া

০১ কেবিন (এসি) ২২০০ টাকা
০২ কেবিন (নন এসি) ১৬০০ টাকা
০৩ মর্গ ৫০০০ টাকা

কেবিন, সিট পাওয়ার জন্য  হাসপাতালের নিচতলায় কাউন্টারে যোগাযোগ করতে হয় এবং ভর্তির সময় যে নিয়ম মানা হয় এখানেও একই নিয়ম প্রযোজ্য।
জরুরী প্রয়োজনে সিট পাওয়া না গেলে সেক্ষেত্রে রোগীদক অন্যত্র রেফার করা হয়। এখানে রাখা হয় না।

ডাক্তারঃ
এ হাসপাতালে ১২১ জন ডাক্তার রয়েছে। যারা সবাই চুক্তিভিক্তিক নিয়োগপ্রাপ্ত।
বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার রয়েছে প্রায় ৫০ টি।

নার্সঃ
হাসপাতালে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের সংখ্যা ৩৫০ জন। এরা প্রত্যেকেই ডিপ্লোমাধারী।

টেষ্ট সুবিধাঃ
এখানে সকল ধরনের টেষ্ট সুবিধা রয়েছে। যেমন-

ক্রঃ নং

টেষ্টের নাম

খরচ

০১ রক্তের হিমোগ্লোবিন ১০০ টাকা
০২ ইউরিয়া/ ক্রিয়েটিনিন ৪০০ টাকা
০৩ সিকে এম বি ৬০০ টাকা
০৪ ট্রপোনিন ৮০০ টাকা
০৫ লিফিড প্রোফাইল ৮০০ টাকা
০৬ ইলেক্ট্রোলাইট ৬০০ টাকা
০৭ এল. ডি. এইচ ২০০ টাকা
০৮ এস জি ও টি ২০০ টাকা
০৯ এস জি পি টি ২০০ টাকা
১০ আল্ট্রাসনোগ্রাম ৬০০ টাকা
১১ এক্সরে (ব্লক) ২৫০ টাকা
১২ এল/ এস ৫০০ টাকা
১৩ সি/ এস ৪০০ টাকা
১৪ পি এন এস ২৫০ টাকা
১৫ জয়েন্ট ২৫০ টাকা
১৬ ইকো ১৬০০ টাকা
১৭ ই টি টি ১৭০০ টাকা
১৮ ইসিজি ২০০ টাকা
১৯ সিটি স্ক্যান ২৮০০ টাকা
২০ সিটি এনজিও গ্রাম ১২,৫০০ টাকা

ক্যাথ ল্যাবঃ

ক্রঃ নং

কেবিনের

ভাড়া

০১ পি টি সি এ ৪০,০০০ টাকা
০২ পি টি এস সি ২৫,০০০ টাকা
০৩ সি এ জি ১১,০০০ টাকা

অপারেশনঃ
এখানে সাধারনত হৃদরোগ সম্পর্কিত অপারেশনগুলো করা হয়। নিচে কয়েকটি অপারেশনের নাম ও বিল তুলে ধরা হল-

প্যাকেজ বিল অব হৃদরোগ অপারেশন

ক্রঃ নং

টেষ্টের নাম

খরচ

০১

সি এ বি জি

১,২০,০০ টাকা

০২

এ এসডি, ভি এস ডি টি ওএফ

৯৫,০০

০৩

সি এমসি/পিডিএ (ক্লোজড হার্ট সার্জারী) কোরেটেশন অব অর্টা, ভাস্কুলার প্রসিভিউর

৪৫,০০০ টাকা

০৪

বিটি শান্ট (আনুসাঙ্গিক খরচ)

৪০,০০০ টাকা

০৫

বাল্ব রিপ্লেসমেন্ট (১টি )

৮৫,০০০ টাকা এবং

 কষ্টঅব ভ্যালু ১,৪৫,০০০ টাকা

বাল্ব রিপ্লেসমেন্ট (ডাবল)

৮৫,০০০ টাকা এবং

কষ্ট অব ভ্যালু ২,০০,০০০ টাকা

০৬

কস্ট অব ভ্যালু

১,৪৫,০০০ টাকা

০৭

ডাবল ভাল্ব রিপ্লেসমেন্ট

৮৫,০০০ টাকা + কষ্ট

০৮

অব ভ্যালু

২,০০,০০০ টাকা

০৯

এম ভি আর/ এ ভি আর ও সি এ বি জি

৬৫,০০০ টাকা

১০

এম ভি আর, উইথ টিস্যু ভাল্ব-

১,৯০,০০০

১১

ভি ভি আর/ সি এ বি জি

২,৩০,০০০

১২

সি এ বি জি ও এস ডি/ ভি এস ডি

১,৫০,০০০ টাকা

১৩

আই এ বিপি ( যদি ব্যবহার করা যায়)

৫০,০০০ টাকা

ক্যাথ ল্যাব প্রসিকিউটর চার্জঃ

ক্রঃ নং

টেষ্টের নাম

খরচ

০১

কনজিনিটাবর এ এসডি, ভিএসডি, পিডিএ, টিওপফ (ওয়ার্ডে ২দিন) (ওয়ার্ডে ২ দিন)

১১,০০০ টাকা

০২

করোনারী এনজিও গ্রাম উইথ ইউরোভিডিও

৯,০০০ টাকা

০৩

রেনাল এসজিও গ্রাম- (ওয়ার্ডে ২ দিন)

৭,৫০০ টাকা

০৪

পেরিফেরাল এন জিও গ্রাম (ওয়ার্ডে ২ দিন)

১১,০০০ টাকা

০৫

প্যাস মেকার (স্থায়ী)(ওয়ার্ডে ২০ দিন)

২০,০০০ টাকা

০৬

প্যাস মেকরা (অস্থায়)

৫,০০০ টাকা

০৭

পিটিএম সি ( ৩ দিন ওয়ার্ডে)

২৫,০০০ টাকা

০৮

পালমোলারা ডাল্বলো প্লাসটি

২৫,০০০ টাকা

০৯

রেনাল এন জিও প্লাসটি

৩০,০০০ টাকা

১০

করোনারী এনজিও প্লাসটি (PTACA)(ওয়ার্ডে ৩ দিন)

৪০,০০০ টাকা

১১

পেরিফেরাল এনজিও প্লাসটি

৩০,০০০ টাকা

১২

অরটিক ভল্বলো প্লাসটি

৩৬,০০০ টাকা

১৩

পেরিকার্ডিয়াল ফ্লুইড এম্পারেশন-

৫,০০০ টাকা

১৪

আই এ বি পি (যদি ব্যবহার করা হয়)

৪৫,০০০ টাকা

১৫

ইকো কালার ডপলার

১,৬০০ টাকা

ব্লাড ব্যাংকঃ
ব্লাড ব্যাংক ২য় তলায় অবস্থিত। তবে, এখানে কোন রক্ত সংরক্ষন করা হয় না। এখানে রক্তের ক্রস ম্যাচিং করা হয়। যার বিল- ১,০০০/= টাকা।

এম্বুলেন্স সুবিধাঃ
এ হাসপাতালে নিজস্ব এম্বুলেন্স সুবিধা রয়েছে। এখানে ৬টি এম্বুলেন্স রয়েছে।
যোগাযোগ ৮০৬১৩১৪-৬ ও ৮০৫৩৯৩৫-৬।

অন্যান্যঃ
গরীব রোগীদের জন্য নির্ধারিত কোন সুবিধা নেই। পরিচালকের অনুমতি সাপেক্ষে বিল কম রাখা হয়। কোন কোন ক্ষেত্রে খুবই কম রাখা হয়।
এখানে লাশ খোজার এবং লাশ শনাক্ত করে তা গ্রহন করার প্রয়োজন হয় না। কারণ সকল রোগীর সাথে তাদের নিকট আত্মীয় অবস্থান করে।
সেক্ষেত্রে রোগী মারা গেলে যে ডাক্তার এর অধীনে চিকিৎসাধীন ছিল, তার কাছ থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে একাউন্টস সেকশন থেকে ক্লিয়ারেন্স নিয়ে লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করতে হয়।
হাসপাতালের ২য় তলায় রয়েছে নিজস্ব ঔষধের দোকান। সকাল ৯.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত খোলা থাকে।
তবে, দুপুরে খাবারের বিরতি থাকে।
হাসপাতালে কোন অভিযোগ কেন্দ্র নেই। তবে, হাসপাতালের নিচতলায় কাউন্টার এর পাশে অভিযোগ বক্স রয়েছে যেখানে সেবা গ্রহীতারা তাদের অভিযোগ লিখিত আকারে ফেলতে পারেন।
পিরিওডিক মেডিকেল সুবিধা এ হাসপাতালের জন্য প্রযোজ্য নয়।

অগ্নি নির্বাপণ ব্যবস্থাঃ
অগ্নি নির্বাপণ ও নিরাপত্তায় ব্যবস্থা রক্ষায় হাসপাতালের পর্যাপ্ত লোকবল ও সরজ্ঞাম রয়েছে এবং মাসে একবার মহড়া হয়।

গাড়ি পার্কিংঃ
হাসপাতালের গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে। হাসপাতালের প্রবেশ পথেই রয়েছে এ ব্যবস্থা। ৫ থেকে ৬ টি গাড়ি পার্কিং করা গেলেও কোন চার্জ দিতে হয় না।

মন্তব্য করুন

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below

Jannatul Ferdous
Jannatul Ferdous

Course Counsellor

I am online

I am offline

Md. Shamim Sweet
Md. Shamim Sweet

Course Counsellor

I am online

I am offline

Mehedi Hasan
Mehedi Hasan

Technical Support

I am online

I am offline

Rezaul Hasan Sarker
Rezaul Hasan Sarker

Course Counsellor

I am online

I am offline

Ariful Islam Aquib
Ariful Islam Aquib

Course Counsellor

I am online

I am offline

Syeda Nusrat
Syeda Nusrat

Course Counsellor

I am online

I am offline