নাগরিক-সমস্যা-ও-আমাদের-করণীয় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1646
16451. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণে কোনটি বৃদ্ধি পাচ্ছে?
- প্রাকৃতিক সৌন্দর্য
- গাছ লাগানো
- পরিবেশ দূষণ
- মাথাপিছু আয়
16452. সচেতন নাগরিক গড়ে তোলার দায়িত্ব কার?
- দেশের শিক্ষকগণের
- সমাজ ও রাষ্ট্রের
- আইন প্রণেতাদের
- পুলিশ বাহিনীর
16453. জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কাদের কাজ করতে হবে?
- সরকারের
- গ্রামের মানুষের
- শহরের মানুষের
- সকলের
16454. যৌতুক হলো সামাজিক –
- রীতি
- মূল্যবোধ
- ধ্যানধারণা
- কুপ্রথা
16455. কোনটি জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যা নয়?
- খাদ্য ঘাটতি
- স্বাস্থ্যহীনতা
- নারীর ক্ষমতায়ন
- অপুষ্টি
16456. সন্ত্রাস কী?
- ঝগড়ার পূর্বাভাস
- আত্মীয়তার পূর্বাভাস
- জবরদস্তিমূলক কার্যকলাপ
- বন্ধুত্বের পূর্বাভাস
16457. সন্ত্রাসের অন্যতম উৎস ও কারণ কোনটি?
- জনসংখ্যা বৃদ্ধি
- জন্মগত বৈশিষ্ট্য
- সুশিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের অভাব
- প্রশাসনিক দুর্বলতা
16458. মামুনকে চোখ বেঁধে গুলিস্তান থেকে নিয়ে যায়। কিছুদিন পর মামুন ছিনতাইয়ের কাজ শিখে যায়। মামুন কোন ধরনের সন্ত্রাসী?
- অপরাধী চক্রের দ্বারা সংঘটিত সন্ত্রাসী
- রাজনৈতিক সন্ত্রাসী
- আদর্শভিত্তিক সন্ত্রাসী
- রাষ্ট্রীয় সন্ত্রাসী
16459. বাংলাদেশের ছেলেমেয়েরা কী কারণে অল্প বয়সে যৌবনপ্রাপ্ত হয়?
- উষ্ণ জলবায়ুর কারণে
- শীতল জলবায়ুর কারণে
- আর্দ্র জলবায়ুর কারণে
- তীব্র ঠান্ডার কারণে
16460. জনসংখ্যা সমস্যা সমাধানের প্রধান উপায় হলো –
- অর্থনৈতিক সমস্যা
- জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন
- বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধ
- সামাজিক ও ধর্মীয় কুসংস্কার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "নাগরিক-সমস্যা-ও-আমাদের-করণীয় - এসএসসি-পৌরনীতি-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1646"