নাগরিক-ও-নাগরিকতা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1589
15881. কিসের অনুপস্থিতিতে সমাজজীবনে অরাজকতা দেখা দেয়?
- আইন
- ধর্মীয় রীতি
- ব্যক্তি স্বাধীনতা
- মূল্যবোধ
15882. আত্মসংযমের অর্থ হলো –
- লোভ-লালসার ঊর্ধ্বে থাকা 2. সৎ থাকা 3. নেতৃত্ব দেওয়া
A,B
15883. দুর্বলের সাহায্য লাভের অধিকারকে কী বলে?
- নৈতিক অধিকার
- ব্যক্তি অধিকার
- সামাজিক অধিকার
- রাজনৈতিক অধিকার
15884. বাংলাদেশের কোনো দম্পতি যুক্তরাজ্যে গিয়ে সন্তান জন্ম দিলে সন্তান বাংলাদেশের নাগরিক হবে কেন?
- অনুমোদন সূত্রের কারণে
- জন্মস্থান নীতির কারণে
- জন্মনীতির কারণে
- বৈদেশিক নীতির কারণে
15885. বাংলাদেশের সংবিধানের কোন ভাগে নাগরিকদের অধিকার বর্ণিত হয়েছে?
- প্রথম বাগে
- দ্বিতীয় ভাগে
- তৃতীয় ভাগে
- চতুর্থ ভাগে
15886. অধিকারের মূল লক্ষ্য কী?
- রাষ্ট্রের সর্বজনীন কল্যাণ
- সমাজের সর্বজনীন কল্যাণ
- ব্যক্তির সর্বজনীন কল্যাণ
- গোষ্ঠীর সর্বজনীন কল্যাণ
15887. কোনটি ছাড়া মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না?
- অধিকার
- ধন-সম্পদ
- বংশ-মর্যাদা
- সামাজিক স্বীকৃতি
15888. রাহাদের দেশের সাথে মিল পাওয়া যায় নিচের কোন দেশের
- প্রাচীন গ্রিসের
- ভারতের
- পাকিস্তানের
- থাইল্যান্ডের
15889. রাহাতের সমাজব্যবস্থা বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায় –
- গণতান্ত্রিক ব্যবস্থা 2. বৈষম্যমূলক সমাজ 3. প্রাচীন সমাজব্যবস্থা
B,C
15890. রাজনৈতিক অধিকার কোন জাতীয় অধিকার?
- নৈতিক অধিকার
- সামাজিক অধিকার
- আইনগত অধিকার
- ব্যক্তিগত অধিকার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "নাগরিক-ও-নাগরিকতা - এসএসসি-পৌরনীতি-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1589"