নাগরিক-ও-নাগরিকতা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1588
15871. কোথায় নাগরিক ও নাগরিকতার ধারণার প্রথম উদ্ভব হয়?
- প্রাচীন গ্রিসে
- আধুনিক গ্রিসে
- ইতালিতে
- ইংল্যান্ডে
15872. নৈতিক কর্তব্য আসে মানুষের –
- বংশপরম্পরা থেকে 2. বিবেক থেকে 3. সামাজিক নৈতিকতা থেকে
B,C
15873. বাংলাদেশে কখন তথ্য অধিকার আইন গৃহীত হয়?
- ২০০৮ সালে
- ২০০৯ সালে
- ২০১০ সালে
- ২০১১ সালে
15874. প্রাচীন গ্রিসে নাগরিক হিসেবে পরিচিত ছিল –
- প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারীরা
- পরোক্ষভাবে অংশগ্রহণকারীরা
- দাসরা
- নারীরা
15875. কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র গৃহীত হয়?
- ১৯৪৫ সালে
- ১৯৪৬ সালে
- ১৯৪৮ সালে
- ১৯৪৯ সালে
15876. রাষ্ট্র আইন প্রণয়ন করে কেন?
- নির্বাচন অনুষ্ঠানের জন্য
- অর্থনৈতিক মন্দা ঠেকাতে
- নাগরিকের অধিকার নিশ্চিত করতে
- অর্থনৈতিক উন্নয়নে
15877. কিসের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে?
- সুযোগ-সুবিধা ভোগ
- আর্থিক সাহায্য
- কর প্রদান
- ভোটাধিকার প্রয়োগ
15878. রাষ্ট্রের নাগরিকদের জন্য অধিকার অপরিহার্য যে কারণে –
- সামাজিক বিকাশের জন্য
- অর্থনৈতিক বিকাশের জন্য
- ধর্মীয় অনুশাসনের জন্য
A,B
15879. কোনটি সুনাগরিকের অন্যতম একটি গুণ
- সত্যবাদিতা
- বুদ্ধি
- ন্যায়পরায়ণতা
- ধর্মপরায়ণতা
15880. বাংলাদেশ নাগরিকতা নির্ধারণে কোন নীতি অনুসরণ করে?
- জন্মনীতি
- অনুমোদন নীতি
- জন্মস্থান নীতি
- জন্মদিন নীতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "নাগরিক-ও-নাগরিকতা - এসএসসি-পৌরনীতি-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1588"