নাগরিক-ও-নাগরিকতা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1586
15851. সুনাগরিকের অন্তরায় কোনটি?
- কবিতা পড়া
- ব্যক্তিগত স্বার্থপরতা
- গল্পগুজব করা
- হাসাহাসি করা
15852. কীভাবে রাষ্ট্রের নাগরিকতা অর্জন করা যায়?
- জন্মসূত্রে
- খ্যাতি অর্জন করে
- সম্পদশালী হয়ে
- স্বাবলম্বী হয়ে
15853. নৈতিক অধিকার সমাজভেদে –
- অভিন্ন থাকে
- একই থাকে
- পার্থক্য থাকে
- পার্থক্য থাকে না
15854. সংশ্লিষ্ট কর্তৃপক্ষতথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে কেন?
- সরকারের ভয়ে
- জনগণের ভয়ে
- নাগরিকের অনুরোধে
- নেতাদের অনুরোধে
15855. কিসের ভিত্তিতে একজন ব্যক্তি দুটি রাষ্ট্রের নাগরিকের মর্যাদা লাভ করতে পারে?
- জন্মসূত্রের কারণে
- অনুমোদন সূত্রের কারণে
- বংশ-মর্যাদার কারণে
- ক্ষমতার কারণে
15856. নাগরিকের মর্যাদাকে কী বলা হয়?
- ভোট
- নাগরিকতা
- জাতীয়তা
- আইন
15857. কিসের মাধ্যমে নাগরিকের জীবন বিকশিত হয়?
- অধিকার
- জ্ঞানার্জন
- পৌরনীতি চর্চা
- ধর্মচর্চা
15858. পাভেলের মা-বাবা উভয়ই বাংলাদেশি। পাভের যুক্তরাষ্ট্রের নাগরিক হতে চায় এ কারণে কী করা প্রয়োজন?
15859. একজন ব্যক্তি একসঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে কী বলে?
- অতিথি নাগরিক
- শুভেচ্ছা নাগরিক
- বিশেষ নাগরিক
- দ্বৈত নাগরিক
15860. সুনাগরিকের কোনটি থাকা উচিত?
- ধন-সম্পদ
- আত্মসংযম
- ক্ষমতা
- বংশ-মর্যাদা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "নাগরিক-ও-নাগরিকতা - এসএসসি-পৌরনীতি-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1586"