📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

নটরডেম কলেজে ২০১৭ সালে ভর্তিচ্ছু ছাত্রদের অনলাইনে ফরম পূরণের নির্দেশিকা

নটর ডেম কলেজ ভর্তি ২০১৭

কলেজের ওয়েবসাইটে প্রবেশ করার পর উপরের চিত্রানুসারে প্রথমে “admission” এবং পরে “apply now” অথবা
ওয়েব সাইটের ডান দিকের Admission-2017, Apply now অপশনে ক্লিক করলে নিম্ন লিখিত উইন্ডো ওপেন হবে।


অথবা ব্রাউজারের এড্রেস বারে ndc.addiesoft.com লিখে সরাসরি আবেদন প্রক্রিয়ায় প্রবেশ করা যাবে।

আবেদনটি তিনটি ধাপে সম্পন্ন করতে হবে
১ম ধাপ – ভার্সন নির্ধারণ (বাংলা বা ইংরেজী)
এইচ.এস.সি তে পঠিতব্য গ্রুপ নির্ধারণ
ছাত্রের এবং পিতা-মাতার তথ্য প্রদান
ঠিকানা প্রদান
ছবি সংযোজন

এসএসসি (ssc) বা মাধ্যমিকি পরীক্ষার তথ্যাদি প্রদান

এসএসসি (ssc) বা মাধ্যমিকি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের তথ্যাদি প্রদান
আবেদনের ক্ষেত্রে ফরমে উল্লিখিত কোটা প্রযোজ্য হলে নির্দিষ্ট কোটায় ক্লিক করতে হবে

সকল তথ্য যথাযথভাবে প্রদানের পর “Apply” বাটনে ক্লিক করতে হবে
Apply বাটনে ক্লিক করার পর আবেদনকারী একটি ক্রমিক নম্বর পাবে। নম্বরটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, কারণ
এই নম্বরের ওপর ভিত্তি করেই পরবর্তী সকল কার্যক্রম সম্পন্ন হবে।
২য় ধাপ – ক্রমিক নম্বর এবং ১ম ধাপে উল্লেখ করা এসএমএস(SMS) সেন্ডিং নম্বর দিয়ে পূরণ করা ফরম ডাউনলোড করতে
হবে।
সবকিছু সঠিক থাকলে নিম্নে লিখিত পদ্ধতি অনুসরণ করে ডাচ বাংলা ব্যাংকের রকেট একাউন্টে ১৫০ টাকা
পাঠাতে হবে।
টাকা সফলভাবে পাঠানো হলে একটি ফিরতি এসএমএস(SMS) পাওয়া যাবে যেখানে একটি TrxID##### উল্লেখ থাকবে।

1. Go to your Rocket Mobile Menu by dialing *322#
2. Choose Payment
3. Choose Bill Pay
4. Enter Biller ID number 1949
5. Enter Your Application Serial Number
6. Enter the amount: Tk. 150
7. Now enter your Rocket Mobile Menu PIN to confirm
8. Done! You will receive a confirmation message
from 16216

রকেট একাউন্টে টাকা পাঠানোর পদ্ধতিটি চিত্রাকারে নিচে দেখানো হলো।
প্রথমে *৩২২# লিখে ডায়াল করলে Screen 1 দেখা যাবে। (নিচের চিত্রের মত)
এরপর নিম্নে  লিখিত ধাপ অনুসরণ করে টাকা পাঠাতে হবে।

৩য় ধাপ – এ পর্যায়ে ছাত্রের আবেদনের বিপরীতে পাওয়া ক্রমিক নম্বর এবং ডাচ বাংলা ব্যাংক থেকে সরবরাহ করা
TrxID নম্বরটি এন্ট্রি করতে হবে। (TrxID নম্বর লেখার ক্ষেত্রে শুধুমাত্র নম্বরগুলো উল্লেখ করতে হবে।
TrxID কথাটি লেখার প্রয়োজন নেই।)
এন্ট্রি করার পর Download বাটনে ক্লিক করলে ছাত্রের ছবিসহ একটি প্রবেশপত্র পাওয়া যাবে যেটি প্রিন্ট করে
নিতে হবে। প্রিন্ট করার জন্য অবশ্যই লম্বালম্বিভাবে ‍A4 কাগজের অর্ধেক ব্যবহার করতে হবে
বি.দ্র. এই প্রিন্ট করা এডমিট কার্ডটি পরবর্তী ভর্তি প্রক্রিয়ার জন্য যতœসহকারে সংরক্ষণ করতে হবে।

Help Line: 01933322530, 01933322531, 01933322532, 01933322533

 

নটরডেম কলেজে ভর্তির বিজ্ঞপ্তি দেখে নিন এই পোস্ট থেকে

   
   

0 responses on "নটরডেম কলেজে ২০১৭ সালে ভর্তিচ্ছু ছাত্রদের অনলাইনে ফরম পূরণের নির্দেশিকা"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved