ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে যেটি ২০ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শেষ হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হলে ক্যালকুলেটর, মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এ জাতীয় কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস সম্বলিত ঘড়ি ও কলম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া ০৭ আগস্ট ২০১৭ দুপুর ২টা থেকে শুরু হয়ে ২৯ আগস্ট ২০১৭ রাত ১০ টা পর্যন্ত চলবে।
এ বছর নতুন বিভাগ হিসেবে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে জাপানিজ স্টাডিজ ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগে।
[আবেদন করতে এখানে ক্লিক কর]
admission.eis.du.ac.bd
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষের আসন সংখ্যা
ক ইউনিট – ১,৭৬৫টি
খ ইউনিট – ২,৩৬৩টি
গ-ইউনিট – ১,২৫০টি
ঘ ইউনিট – ১,৫৪০টি
চ ইউনিট – ১৩৫টি
৫টি ইউনিটে সর্বমোট আসন সংখ্যা – ৭,০৮৩টি
আবেদন ফিঃ
ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০/-(তিনশত পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষা পদ্ধতিঃ
ভর্তি-পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে গ্রহণ করা হবে এবং প্রতি ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
আবেদন শুরু: ০৭ আগস্ট ২০১৭ (দুপুর ০২:০০ টা )
আবেদন শেষ: ২৯ আগস্ট ২০১৭ (রাত ১০:০০ টা )
টাকা জমা দেয়ার শেষ তারিখ: ৩০ আগস্ট ২০১৭
প্রবেশপত্র ডাউনলোড :
গ-ইউনিট পরীক্ষা: ১৫/০৯/২০১৭ তারিখ শুক্রবার সকাল ১০.০০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত
চ ইউনিট ( সাধারণ জ্ঞান) পরীক্ষা: ১৬/০৯/২০১৭ শনিবার সকাল ১০.০০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত
খ ইউনিট পরীক্ষা: ২২/০৯/২০১৭ শুক্রবার সকাল ১০.০০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত
চ ইউনিট ( অঙ্কন ) পরীক্ষা: ২৩/০৯/২০১৭ শনিবার সকাল ১০.০০ টা থেকে ১১.৩০ টা পর্যন্ত
ক ইউনিট পরীক্ষা: ১৩/১০/২০১৭ শুক্রবার সকাল ১০.০০ টা থেকে ১১.৩০ টা পর্যন্ত
ঘ ইউনিট পরীক্ষা: ২০/১০/২০১৭ শুক্রবার সকাল ১০.০০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের যোগ্যতা:
ক-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের বিজ্ঞান ও কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৮.০; (এসএসসি (ssc) বা মাধ্যমিকি/সমমান ও এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩ দশমিক ৫ পয়েন্ট) থাকতে হবে।
ক-ইউনিট এর ভর্তি নির্দেশিকা ২০১৭-১৮ ডাউনলোড
https://almamunmunna.files.wordpress.com/2017/08/generaladmissionnotice2017-18.pdf
খ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের মানবিক শাখায় মাধ্যমিক উচচ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.০; (এসএসসি (ssc) বা মাধ্যমিকি/সমমান ও এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩ পয়েন্ট) থাকতে হবে।
খ-ইউনিট এর ভর্তি নির্দেশিকা ২০১৭-১৮ ডাউনলোড
https://almamunmunna.files.wordpress.com/2017/08/kha-unit.pdf
গ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন -কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.৫; (এসএসসি (ssc) বা মাধ্যমিকি/সমমান ও এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ পয়েন্ট) থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন -কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের একাউন্টিং এটি অবশ্যই ঠাকতে হবে এবং উক্ত বিষয়ে ন্যূনতম বি-গ্রেড (গ্রেড পয়েন্ট ৩.০) হতে হবে।
গ-ইউনিট এর ভর্তি নির্দেশিকা ২০১৭-১৮ ডাউনলোড
https://almamunmunna.files.wordpress.com/2017/08/ga-unit.pdf
ঘ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের ১। (ক) মানবিক শাখায় মাধ্যমিক উচচ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.০; (এসএসসি (ssc) বা মাধ্যমিকি/সমমান ও এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩ পয়েন্ট) থাকতে হবে।
(খ) বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৮.০; এসএসসি (ssc) বা মাধ্যমিকি/সমমান ও এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ পয়েন্ট) থাকতে হবে।
(গ) ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.৫; এসএসসি (ssc) বা মাধ্যমিকি/সমমান ও এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ পয়েন্ট) থাকতে হবে।
২। উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কোন বিষয়েই লেটার গ্রেড-বি (গ্রেড পয়েন্ট -৩) এর নীচে নয়।
ঘ-ইউনিট এর ভর্তি নির্দেশিকা ২০১৭-১৮ ডাউনলোড
https://almamunmunna.files.wordpress.com/2017/08/gha-unit.pdf
চ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের মাধ্যমিক ও উচচ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ যেকোন একটি নূন্যতম জিপিএ ৩.০ এবং উভয় পরীক্ষার জিপিএদ্বয়ের যোগফল নূন্যতম ৬.৫।
ও লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ের মধ্যে অর্থাৎ মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি-গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে সি-গ্রেড প্রাপ্ত হতে হবে।
চ-ইউনিট এর ভর্তি নির্দেশিকা ২০১৬-১৭ ডাউনলোড
https://almamunmunna.files.wordpress.com/2016/08/du-cha-unit-admission-prospectus.pdf
২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য প্রকাশ হওয়া মাত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি ইশিখন.কম এ পাওয়া যাবে।
উল্লেখ্য, এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না। অর্থাৎ এ বছর নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কেবলমাত্র ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক পাশকৃতরাই ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র/ঘড়ি সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি
0 responses on "ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য"