ডেটাবেজ-এর-ব্যবহার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2199
21981. কোনটি গাণিতিক ফিল্ড?
- Number
- Currencey
- Date/Time
- Number
21982. এক ফিল্ড থেকে পরবর্তী ফিল্ডে কার্সর সরানোর কীবোর্ড বোতাম কোনটি?
- Tab
- Space
- Shift
- Enter
21983. তথ্য উপস্থাপনের সাথে সম্পর্কিত কোনটি?
- From
- Table
- Query
- Report
21984. কোনটি সংগৃহীত উপাত্তের ভান্ডার?
- এক্সেল
- ডেটাবেজ
- ওয়ার্ড
- ফটোশপ
21985. ডেটাবেজ ফাইলের নাম দেওয়ার জন্য কোন ঘরে নাম টাইপ করতে হয়?
- Blank Database
- All Program
- File Name
- Mircrosoft Office
21986. ডেটাবেজ থেকে তথ্য খোঁজার জন্য কী ব্যবহার করা হয়?
- রেকর্ড
- টেবিল
- ম্যাক্রো
- ইনডেক্স
21987. ডেটাবেজের একই কাজ বারবার করার ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য কী করা হয়?
- রেকর্ড তৈরি কার হয়
- টেবিল তৈরি করা হয়
- ইনপুট ডেলিডেশন হয়
- ম্যাক্রো তৈরি করা হয়
21988. রিপোর্ট লেখা যায়-
- বাংলায়
- ইংরেজী ভাষায়
- জাপানি ভাষায়
A,B
21989. মাইক্রোসফট এক্সিস এর সাহায্যে সহজেই –
- মেইলিং লেবেল তৈরি করা যায়
- একাধিক ডেটাটেবিলের মধ্যে সম্পর্কে স্থাপনা করা যায়
- হিসাব নিকাশ করা যায়
A,B
21990. ডেটাবেজে ব্যবহৃত ফাইল হলো-
- ডেটা টেবিল
- কুয়েরী
- ফর্ম
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ডেটাবেজ-এর-ব্যবহার - এসএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2199"