ডাচ-বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি ২০১৭ অনলাইনে আবেদনের করবেন যেভাবে

২০১৭ সালের এসএসসি (ssc) বা মাধ্যমিকি পরীক্ষার্থীদের জন্য এবারো ডাচ-বাংলা ব্যাংক বৃত্তি প্রদান করবে। প্রতি বছর ডাচ-বাংলা ব্যাংক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য মাসিক ২,০০০ টাকা করে এ বৃত্তি প্রদান করে আসছে। এতে জিপিএ-৫ ছাড়াও যেকোন দরিদ্র কিংবা মেধাবী শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাবেন।

ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৭ এর ফলাফলের তালিকা ( Application ID অনুযায়ী) পার্ট-১ (১-৫০০)

ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৭ এর ফলাফলের তালিকা ( Application ID অনুযায়ী) পার্ট-২ (৫০১-১০০০)

ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৭ এর ফলাফলের তালিকা ( Application ID অনুযায়ী) পার্ট-৩ (১০০১-১৫০০)

ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৭ এর ফলাফলের তালিকা ( Application ID অনুযায়ী) পার্ট-৪ (১৫০১-২০০০)

ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৭ এর ফলাফলের তালিকা ( Application ID অনুযায়ী) পার্ট-৪ (২০০১-২৫০০)

ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৭ এর ফলাফলের তালিকা ( Application ID অনুযায়ী) পার্ট-৫ (২৫০১-৩০০০)

ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৭ এর ফলাফলের তালিকা ( Application ID অনুযায়ী) পার্ট-৬ (৩০০১-৩৫০০)

ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৭ এর ফলাফলের তালিকা ( Application ID অনুযায়ী) পার্ট-৭ (৩৫০১-৪০৩২)

বৃত্তির পরিমাণ ও সময়কালঃ

শিক্ষার স্তরঃ এস.এস.সি থেকে এইচ.এস.সি.

সময়কালঃ ২ বছর
মাসিক বৃত্তিঃ ২,০০০/-  টাকা

অন্যান্য অনুদান:

  • পাঠ্য উপকরণের জন্য এককালীন ২৫০০ টাকা
  •  পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা

ডাচ-বাংলা ব্যাংক এর এসএসসি (ssc) বা মাধ্যমিকি বৃত্তির জন্য আবেদনের  যোগ্যতা:

  • সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
  • জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
  • গ্রামীণ অনগ্রসর অঞ্চলের স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৪.৮৩ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)

 

আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ

ডাচ্-বাংলা ব্যাংক এর শিক্ষা বৃত্তি এর আবেদন এর প্রক্রিয়া গতবারের মত এবারো অনলাইনে করা হয়েছে। ফলে সরাসরি কোন আবেদন গ্রহনযোগ্য হবে না। অনলাইনে আবেদনের জন্য http://app.dutchbanglabank.com/DBBLScholarship এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফরম এর সাথে যেটি যা সংযুক্ত করতে হবে সেগুলো হলোঃ

  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
  • আবেদনকারীর পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
  • এসএসসি (ssc) বা মাধ্যমিকি/সমমান পরীক্ষার নম্বর পত্র ও প্রশংসা পত্রের স্ক্যান কপি।

বৃত্তির অন্যান্য নীতিমালাঃ

  • যে সকল শিক্ষার্থী অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তাঁরা ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
  • গ্রামীণ অনগ্রসর অঞ্চলে অবস্থিত শিক্ষালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্যে বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।

বৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখঃ

আবেদন শুরুর তারিখঃ ০৭ মে ২০১৭।

আবেদনের শেষ তারিখঃ ০৫ জুন ২০১৭।

ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃতদের তালিকা প্রকাশঃ ০৭ জুন ২০১৭।

প্রাথমিকভাবে বাছাইকৃতদের সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংক এর যে কোন শাখা অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখঃ ০৮ জুন ২০১৭ – ২০ জুন ২০১৭।

ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি (ssc) বা মাধ্যমিকি শিক্ষাবৃত্তি ২০১৭ বিজ্ঞপ্তি

এসএসসি (ssc) বা মাধ্যমিকি শিক্ষাবৃত্তি ২০১৭ বিজ্ঞপ্তি” src=”../wp-content/uploads/2017/05/dutch.jpg” alt=”ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি (ssc) বা মাধ্যমিকি শিক্ষাবৃত্তি ২০১৭ বিজ্ঞপ্তি” width=”903″ height=”1410″ /> ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি (ssc) বা মাধ্যমিকি শিক্ষাবৃত্তি ২০১৭ বিজ্ঞপ্তি

বৃত্তির ফলাফলঃ
বৃত্তি প্রাপ্তদের তালিকা যথা সময়ে প্রকাশ করা হবে। প্রকাশ হওয়ার পর ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটের এই লিঙ্কের পাশাপাশি ্ইশিখন.কম ওয়েবসাইটফ্যানপেইজ থেকেও দেখা যাবে।

মন্তব্য করুন

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below

Jannatul Ferdous
Jannatul Ferdous

Sales support

I am online

I am offline

Md. Shamim Sweet
Md. Shamim Sweet

Sales support

I am online

I am offline

Mehedi Hasan
Mehedi Hasan

Technical support

I am online

I am offline

Rezaul Hasan Sarker
Rezaul Hasan Sarker

Sales support

I am online

I am offline

Ariful Islam Aquib
Ariful Islam Aquib

Sales support

I am online

I am offline