২০১৭ সালের এসএসসি (ssc) বা মাধ্যমিকি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবি ও অসচ্ছল আবেদনকারীদের মধ্য থেকে ৪,০৩২ জনকে বৃত্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে ডাচ বাংলা ব্যাংক।
প্রতি বছর ডাচ-বাংলা ব্যাংক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য মাসিক ২,০০০ টাকা করে এ বৃত্তি প্রদান করে আসছে। এতে জিপিএ-৫ ছাড়াও যেকোন দরিদ্র কিংবা মেধাবী শিক্ষার্থী আবেদন করার সুযোগ পায়।
আগামী ১২ আগস্ট ২০১৭ সকাল ১১ টায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর-১০ এ বৃত্তি প্রাপ্তদের বৃত্তিপত্র প্রদান করা হবে। উক্ত সময়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তিপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত।
ডাচ-বাংলা ব্যাংক এর এসএসসি (ssc) বা মাধ্যমিকি / সমমান শিক্ষাবৃত্তির ফলাফল ২০১৭
ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৭ এর ফলাফলের তালিকা ( Application ID অনুযায়ী) পার্ট-১ (১-৫০০)
ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৭ এর ফলাফলের তালিকা ( Application ID অনুযায়ী) পার্ট-২ (৫০১-১০০০)
ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৭ এর ফলাফলের তালিকা ( Application ID অনুযায়ী) পার্ট-৩ (১০০১-১৫০০)
ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৭ এর ফলাফলের তালিকা ( Application ID অনুযায়ী) পার্ট-৪ (১৫০১-২০০০)
ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৭ এর ফলাফলের তালিকা ( Application ID অনুযায়ী) পার্ট-৪ (২০০১-২৫০০)
ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৭ এর ফলাফলের তালিকা ( Application ID অনুযায়ী) পার্ট-৫ (২৫০১-৩০০০)
ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৭ এর ফলাফলের তালিকা ( Application ID অনুযায়ী) পার্ট-৬ (৩০০১-৩৫০০)
ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৭ এর ফলাফলের তালিকা ( Application ID অনুযায়ী) পার্ট-৭ (৩৫০১-৪০৩২)
অনলাইনে ফলাফল দেখুন এখানে
২০১৭ সালের এসএসসি (ssc) বা মাধ্যমিকি শিক্ষাবৃত্তির পরিমাণ টাকার ও মোট সময়কাল
শিক্ষার স্তরঃ এসএসসি (ssc) বা মাধ্যমিকি
সময়কালঃ ২ বছর
মাসিক বৃত্তিঃ ২,০০০/- টাকা
অন্যান্য অনুদান:
- পাঠ্য উপকরণের জন্য এককালীন ২৫০০ টাকা
- পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা
উল্লেখ্য,
ডাচ বাংলা ব্যাংক এসএসসি (ssc) বা মাধ্যমিকি শিক্ষাবৃত্তির আবেদন শুরু হয়েছিলঃ ০৭ মে, ২০১৭।
ডাচ বাংলা ব্যাংক এসএসসি (ssc) বা মাধ্যমিকি শিক্ষাবৃত্তির আবেদনের শেষ তারিখ ছিলঃ ০৫ জু্ন, ২০১৭।
ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃতদের তালিকা প্রকাশ হয়েছিল ০৭ জুন, ২০১৭।
প্রাথমিকভাবে বাছাইকৃতদের সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংক এর যে কোন শাখা অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখঃ ০৮ জুন ২০১৭ – ২০ জুন ২০১৭।
আরো দেখুনঃ
ডাচ-বাংলা ব্যাংক এসএসসি (ssc) বা মাধ্যমিকি শিক্ষাবৃত্তি ২০১৭ অনলাইনে আবেদনের করবেন যেভাবে
আরো পড়ুন:
0 responses on "ডাচ বাংলা ব্যাংক এসএসসি স্কলারশীপ/শিক্ষাবৃত্তির ফলাফল ২০১৭ প্রকাশিত হয়েছে"