ঝুঁকি-ও-অনিশ্চয়তা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1742
17411. কোনো বিনিয়োগকারী ১০০০ টাক বিনিয়োগ করে ৫০০ টাকা লাভ আশা করে যদি ৬০০ টাকা পায় সেক্ষেত্রে কত টাকা ঝুঁকির উৎস বলে বিবেচিত হবে?
- 500
- 600
- 100
- 1600
17412. প্রত্যাশিত আর্ন থেকে প্রকৃত আর্ন বেশি হলেও কিসের সৃষ্টি হতে পারে?
- ক্ষতির
- ঝুঁকির
- উৎপাদন
- নিশ্চয়তা
17413. ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্যের জায়গা হলো-
- নিয়ন্ত্রণযোগ্যতা
- পরিমাপযোগ্য
- মুনাফার প্রভাব
A,B
17414. দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ইত্যাদি অবস্থা পরিবর্তনের ফলে বিনিয়োগকৃত সম্পত্তির মূল্য হ্রাস পাওয়ার সম্ভাবনা থেকে যে ঝুঁকির উদ্ভব হয় তাকে কোন ঝুঁকি বলে?
- বাজার ঝুঁকি
- বিনিয়োগ ঝুঁকি
- খাঁটি ঝুঁকি
- তারল্য ঝুঁকি
17415. এনাম এন্ড এফছান কোম্পানি তাদের ৬ বছরের আর্ন ও ঝুঁকি গণনা করে দেখলে য়ে গড় থেকে ব্যবধানের বর্গের যোগফল ৮৪০। কোম্পানিটির ব্যবধানের গড় কত হবে?
- 140
- 145
- 160
- 168
17416. কোম্পানির লভ্যাংশ প্রদান নির্ভর করে কোনটির ওপর?
- স্থায়ী সম্পত্তির
- অর্জিত মুনাফার
- বিনিয়োগকারীর বিনিয়োগের
- নিজস্ব মূলধনের
17417. কোনো কোম্পানির পরিচালনা খরচ মেটানোর সক্ষমতা নির্ভর করে-
- বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতার ওপর
- পরিচালনা খরচের মিশ্রণের ওপর
- স্থায়ী ও চলতি খরচের অনুপাতের ওপর
A,B,C
17418. একটি ব্যবসায় প্রতিষ্ঠা বর্তমান পরিষ্থিতিতে তার সম্পদ যথাযথভাবে ব্যবহার করে যথাযথ উদ্দেশ্য সফল না হতে পারার অনিশ্চয়তাকে কী বলে?
- কোম্পানি ঝুঁকি
- সম্পত্তিগত ঝুঁকি
- ব্যক্তিগত ঝুঁকি
- একক ঝুঁকি
17419. বিনিয়োদকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস-
- তারল্য ঝুঁকি
- আর্থিক ঝুঁকি
- সুদ হারের ঝুঁকি
A,C
17420. ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তের সাথে কী জড়িত থাকে?
- মুনাফা
- লোকসান
- ঝুঁকি
- আয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ঝুঁকি-ও-অনিশ্চয়তা - এসএসসি-finance-banking-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1742"