জ্যামিতিক-আলোকবিজ্ঞান – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ২য়পত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1430
14291. একটি জটিল অণুবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে এক বিবর্ধণ ক্ষমতার কী পরিবর্তন হবে?
- বৃদ্ধি পায়
- হ্রাস পায়
- কোন পরিবর্তন হয় না
- দুটোই ঘটতে পারে
14292. দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা একটি স্বচ্ছে সমসত্ত্ব প্রতিসারক মাধ্যমে কে কী বলে?
- দর্পণ
- প্রিজম
- লেন্স
- বিচ্যুতি কোণ
14293. নভোদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ফোকাস দূরত্ব ও উম্মেষ কেমন হয়?
- অভিনেত্রের চেয়ে অনেক বড়
- অভিনেত্র অপেক্ষাকৃত ছোট
- অভিনেত্র অপেক্ষাকৃত বড়
- অভিনেত্রর চেয়ে অনেক ছোট
14294. সরল অনুবীক্ষণ যন্ত্রে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
- সোজা ও খর্বিত
- সোজা ও বিবর্ধিত
- উল্টো ও বিবর্ধিত
- উল্টো ও খর্বিত
14295. উত্তল লেন্সে দ্বিতীয় পৃষ্ঠের প্রতিসরণের ক্ষেত্রে-
- বস্তুর দূরত্ব ঋণাত্মক রাশি
- প্রতিবিম্বের দূরত্ব v ধনাত্মক
- r2 ঋণাত্মক
14296. ফার্মাটের নীতির সাহায্যে প্রতিপাদন করা যায়-
- আলোর সরলরৈখিক গতি
- আলোর প্রতিফলনের সূত্র
- আলোর ব্যতিচার
14297. কোনো লক্ষ্যবস্তু চোখে যে কোণ উৎপন্ন করে তাকে কী বলে?
- বীক্ষণ কোণ
- বিষম কোণ
- বিবর্ধন কোণ
- অভিসারী কোণ
14298. দৃষ্টি সহায়ক যন্ত্রের কাজ কী?
- চোখের অভিসারী ক্ষমতা বৃদ্ধি করা
- অপসারী ক্ষমাত বৃদ্ধি করা
- বীক্ষণ কোণ বৃদ্ধি করা
- প্রতিবিম্বের ঋজ্জ্লতা বৃদ্ধি করা
14299. প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র সর্বপ্রথম কত সালে উদ্ভাবিত হয়?
- 1661
- 1663
- 1660
- 1667
14300. প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে অবতল দর্পণের সাথে কত ডিগ্রি কোণে সমতল দর্পণ স্থাপন করা হয়?
- 300
- 450
- 600
- 900
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "জ্যামিতিক-আলোকবিজ্ঞান - এইচএসসি-পদার্থবিজ্ঞান ২য়পত্র-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1430"