জেএসসি-বাংলা-1-পদ্য-7-নারী – জেএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 346
3451. যুগের ধর্ম কী?
- যুদ্ধ করা
- পীড়ন করা
- শাস্তি পাওয়া
- নীরব থাকা
3452. যুদ্ধের ইতিহাসে কার রক্তাদানের কথা লেখা আছে?
- নরের
- নারীর
- মাতার
- বোনের
3453. ‘সাম্যবাদী’ কাব্য থেকে কোন কবিতাটি সংকলিত হয়েছে?
- নারী
- দেশ
- প্রার্থী
- নদীর স্বপ্ন
3454. কবি সাম্যের গান করেন, কারণ-
- তিনি সাম্যবাদী বলে
- তাঁর কাছে পুরুষ-রমণী ভেদাভেদ নেই বলে
- নারীর অবদান পুরুষের সমান বলে
A,B,C
3455. কাজী নজরুল ইসলাম লিখেছেন-
- কবিতা ও গান
- গল্প ও উপন্যাস
- ভাষাবিজ্ঞান ও লোকসাহিত্য
A,B
3456. ‘ডঙ্কা’ শব্দের অর্থ হলো-
- ঢেলি
- জয়ঢাক
- বাজনা
- গান
3457. কবি কাজী নজরুর ইসলামের রচনাবলির বৈশিষ্ট্য হলো-
- অসাম্প্রদায়িক চেতনা
- অবিচার ও শোষণের বিরোধিতা
- পরাধীনতা ও অন্যায়ের প্রতিবাদী সত্তা
A,B,C
3458. ‘সাম্য’ বলতে যেটি বোঝায়-
- সমতা
- আন্তরিক ভালোবাসা
- সকলের জন্য সম অধিকার
A,C
3459. বিশ্বের মহান সৃষ্টির পেছনে নারীর অবদান কতটুকু?
- অর্ধেক
- এক-চতুর্থাংশ
- পূর্ণমাত্রায়
- তৃতীয়াংশ
3460. বেদনার যুগ, মানুষের যুগ আর কিসের যুগ আজি?
- অভিযানের
- কল্যাণের
- সাম্যের
- দাসত্বের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-পদ্য-7-নারী - জেএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 346"