জেএসসি-বাংলা-1-পদ্য-4-বঙ্গভূমির-প্রতি – জেএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 310
3091. ‘জন্মিলে মরিতে হবে :: অমর কে কোথা কবে?’-এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
- মানুষ মরণশীল
- জীবন ক্ষণস্থায়ী
- প্রবাসীরা যশস্বী হয়
A,B
3092. ‘সধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ’-এখানে ‘পরমাদ’ শব্দের অর্ত কী?
- পরমানন্দ
- বিষাদ
- ভূল-ভ্রান্তি
- বিভোর
3093. কবি জন্মভূমির নিকট তাঁর যেটি নেই বলে অকপটে প্রকাশ করেছেন-
- জ্ঞান
- গুণ
- মেধা
- প্রতিভা
3094. “জন্মিলে মরিতে হবে :: অমর কে কোথা কবে?” এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
- মানুষ মরণশীল
- জীবন ক্ষণস্থায়ী
- প্রবাসীরা হয় যশস্বী
A,B
3095. “জন্মিলে – হবে।” শূন্যস্থানে হবে-
- কাঁদিতে
- হাসিতে
- সহিতে
- মরিতে
3096. ‘প্রবাস কোথাও নাহি রে নাহিরে জনমে জনমে মরণে। :: ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার যে দিকটি উপরের উদ্দীপকে ফুটে উঠেছ, তা হলো-
- আমরণ পরবাসী না হওয়া
- মাতৃভূমির পদ প্রাপ্তির সাধ
- প্রবাস জীবনের প্রতি অনাগ্রহ
A,B
3097. উপরের কবিতাংশে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার আরোকে ফুট ওঠা ভাবটি নিচের কোন পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে?
- এ মিনতি করি পদে
- মধুহীন করো না গো
- হেন অমরতা আমি
- চিরস্থির কবে নীর
3098. দেশ জননী কবিকে মনে রাখলে তিনি কীসে ভয় পান না?
- প্রবাসে
- শমনে
- স্মরণে
- মানসে
3099. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি হলো-
- শর্মিষ্ঠা
- পদ্মাবতী
- কৃষ্ণকুমারী
- বীরাঙ্গনা
3100. ‘সদা’ -এর যথার্থ সমার্থক শব্দ হচ্ছে কী?
- সদয়
- সর্বদা
- সময়
- সর্ব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-পদ্য-4-বঙ্গভূমির-প্রতি - জেএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 310"