জেএসসি-বাংলা-1-গদ্য-11-মংড়ুর-পথে – জেএসসি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 170
1691. লেখক কার সঙ্গে মংড়ুর প্রধান সড়ক ধরে চলেছিলেন?
- ঝরনার
- পাদরির
- মালকিনের
- মহাথেরোর
1692. ফুঙ্গিতে শরীরের বিভিন্ন অংশে কয় প্রকারের চীবর থাকে?
- দুেই
- তিন
- চার
- পাঁচ
1693. বিপ্রদাশ বড়ুয়া রচনা করেছেন-
- গল্প
- উপন্যাস
- প্রবন্ধ
A,B,C
1694. বিপ্রদাশ বড়ুয়া কোন প্রতিষ্ঠানে চাকরি করতন?
- শিশু একাডেমী
- বাংলা িএকাডেমী
- শিল্পকলা একাডেমী
- নজহরুল একাডেমী
1695. মংড়ুর ব্যবসায় প্রধানত কাদের দখলে?
- স্থানীয় মুসলমানদের
- স্থানীয় হিন্দুদের
- স্থানীয় ভিক্ষুকদের
- পাইক্যা চালকদের
1696. তাকে আগে কখনও দেখা যায় নি এখানে। লাল রঙের গাড়িতে চড়ে আসা মানুষটি স্থানীয় লোকের চেয়ে বেশ লম্বা, ফর্সা এবং বেশ এক নজর দেখার জন্যে উৎসুক জনতার ভীড়। উঁকি মেরে জানতে পারলাম, উনি বিদেশি। বাংলাদেশের গ্রাম দেখার জন্যে এসেছেন।
- বিদেশিকে দেখার আগ্রহ
- নতুন স্থান দেখার কৌতুহল
- চেহারার বিভিন্নতা ভীড় সৃস্টি করে না
- হৃদয় অচেনা আবেগ সৃষ্টি
1697. উদ্দীপকের সাথ সাদৃশ্যপূর্ণ বাক্য/বাক্যগুলো হলো-
- লোকজন আমাদের দেখছে
- আমাদের পোশাক ওদের থেকে ভিন্ন
- সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে
A,B,C
1698. বার্মার মহিলাদের সম্পর্কে কী বলা যায়? তারা-
- গৃহবন্দি
- চিরস্বাধীন
- নির্যাতিত
- অসহায়
1699. বার্মা থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে কোন জিনিসটি প্রবেশ করছে?
- শার্ট
- প্যান্ট
- লুঙ্গি
- পাঞ্জাবি
1700. পর্তুগিজরা নিজেদের বসতির জায়গাকে বলত-
- ফানেল
- ব্যান্ডেল
- পুরিয়া
- বাবেল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-গদ্য-11-মংড়ুর-পথে - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 170"