জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-2 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 62
615. বাংলাদেশে এ সংস্থার কাজ হলো-
- বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
- গ্রামাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন
- ঐতিহ্যবাহী মসজিদ সংরক্ষণ
A,C
616. ১৯৭০ সালে কীসের ভিত্তিতে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তারের দাবি জানায়?
- আলোচনার
- গণরায়ের
- সমঝোতার
- আন্দোলনের
617. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু যেটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন-
- কোর্ট-কাচারি
- অফিস
- ব্যাংক
A,B
618. বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলতে বলেন-
- প্রত্যেক বাড়ীতে
- প্রত্যেক মহল্লায়
- প্রত্যেক গ্রামে
B,C
619. এক পর্যায়ে পাকিস্তানে সাহায্য বন্ধ করে দেয়-
- যুক্তরাষ্ট্র
- চীন
- জাতিসংঘ
- বিদেশি রাষ্ট্র ও দাতারা
620. আওয়ামী লীগ ২ মার্চ ১৯৭১ হরতাল ডাকে কোথায়?
- চট্টগ্রামে
- নারায়ণগঞ্জে
- খুলনায়
- ঢাকায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-2"