জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 150
1491. বাংলাদেশের জনসংখ্যানীতির মূল লক্ষ্য অনুসারে দেশের কোন পর্যন্ত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে?
- গ্রাম
- ইউনিয়ন
- জেলা
- বিভাগ
1492. বর্তমান সরকার যে শক্তিকে সম্পদে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে-
- জনশক্তিকে
- নারীশক্তিকে
- যুবশক্তিকে
- শিশুশক্তিকে
1493. জনসংখ্যা ও উন্নয়ন এ দুটি ধারণা-
- একে অপরের সঙ্গে সম্পর্কিত
- একে অপরের প্রতিরূপ
- একে অপরের প্রতিচ্ছবি
- একে অপরের বিপরীত
1494. টিকাদান কোন ধরনের কার্যক্রম?
- প্রশিক্ষণ কার্যক্রম
- সচেতনতা কার্যক্রম
- কমিউনিটি ভিত্তিক প্রকল্প
- ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি
1495. আমেরিকায় প্রতি বর্গকিলোমিটারে কত জন লোক বাস করে?
- ৩০জন
- ৩২ জন
- ৩৫ জন
- ৩৭ জন
1496. বেসরকারি সংস্থাগুলো জনগণকে সচেতন করার জন্য যেসব উপকরণ ব্যবহার করে-
- পোস্টার
- ডকুমেন্টারি ফিল্ম
- ডায়েরি
A,B
1497. যে কারণে আগের তুলনায় বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমে এসেছে-
- বিদেশি সহায়তা
- পরিবার পরিকল্পনা কার্যক্রম
- মানুষের ক্রমবর্ধমান সচেতনতা
B,C
1498. জনসংখ্যা উন্নয়নে যে পরিকল্পনা গৃহীত হয় তাকে কী বলে?
- পরিবার পরিকল্পনা
- উন্নয়ন পরিকল্পনা
- জনসংখ্যা নীতি
- পরিবেশ নীতি
1499. কিসের অনুপাতে বাংলাদেশের জনসংখ্যা আয়তনের তুলনায় অধিক?
- শিক্ষার হার
- দক্ষতা
- ভূমির
- অর্থসম্পদ
1500. হাঁস-মুরগি পালন, মাছের চাষ প্রভৃতির ধরন কোনটি?
- ব্যয় বৃদ্ধিমূলক প্রকল্প
- পুষ্টিবর্ধক প্রকল্প
- আয় বৃদ্ধিমূলক প্রকল্প
- সৌখিন প্রকল্প
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি কুইজ মডেল টেস্ট অনুশীলন"