জীব-প্রযুক্তি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1841
18401. বংশগতির ধারক ফ্যাক্টর-এর নাম জিন দিয়েছেন কে?
- বিজ্ঞানী বেটসন
- বিজ্ঞানী রবার্ট হুক
- বিজ্ঞানী জন ডাল্টন
- বিজ্ঞানী টমাস আলভা এডিসন
18402. মানুষের মধ্যে লক্ষণীয় জেনেটিক বিশৃঙ্খলা হলো-
- জিনের ভিতর পরিবর্তন
- ক্রোমোজোমের সংখ্যার হ্রাস বা বৃদ্ধি
- ক্রোমোজোমের কোনো অংশের হ্রাস
A,B,C
18403. DNA অণুর প্রতিটি নিউক্লিওটাইড গঠিত হয়-
- এটি দ্বি-সূত্রবিশিষ্ট লম্বা শৃঙ্খলের পলিনিউক্লিওটাইড
- এ অণুটি অনেক গুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত
- এটি সকল জীবের আদি বস্তু
A,B,C
18404. সেন্ট্রোমিয়ার-এর অন্য নাম কী?
- কাইনেটোকোর
- সাইটোপ্লাজম
- ক্রোমোজোম
- মাইটোকন্ড্রিয়া
18405. উল্লেখযোগ্য অ্যান্টিবায়োটিক হচ্ছে-
- পেনিসিলিন
- সেফালোস্পোরিন
- ইন্টারফেরন
A,B
18406. নিচের কোন রোগটির কারণে অপটিক স্নায়ু ক্ষয়িষ্ণুতা ঘটে?
- এক্টডার্মাল ডিসপ্লেসিয়া
- অপটিক অ্যট্রফি
- মাসকুলার ডিসট্রফি
- হোয়াইট ফোরলক
18407. টার্নার’স সিনড্রোমে মহিলার সেক্স ক্রোমোজোম হয়-
- X
- XX
- XXX
- XXXY
18408. কোন উদ্ভিদ থেকে ক্লোভার ঘাসে জিন স্থানান্তর করা হয়েছে?
- সূর্যমুখী
- লোলপ
- লেটুস
- নিম
18409. সিকিল সেল রোগটি মানুষের কোথায় হয়?
- ফুসফুসে
- কিডনিতে
- রক্তকণিকায়
- পাকস্থলীতে
18410. নিচের কোনটি সেক্স লিংকড নয়?
- বর্ণান্ধতা
- সিকিল সেল
- ডাউন’স সিনড্রোম
- রাতকানা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীব-প্রযুক্তি - এসএসসি-সাধারণ বিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1841"