জীব-প্রযুক্তি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 591
5901. জিনপ্রকৌশলের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় –
- চিকিৎসা ক্ষেত্রে
- প্রাণী উন্নয়নে
- পরিবেশ রক্ষায়
A,B,C
5902. ইন্টারফেরন কী?
- হেপাটাইটিস বি-ভাইরাসের টিকা
- হেপাটাইটিস সি-ভাইরাসের টিকা
- সিওডোমোনাম ব্যাকটেরিয়ার টিকা
- E. coli ব্যাকটেরিয়ার টিকা
5903. ভাইরাস মুক্ত আলু উৎপাদন করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
- রুট কালচার
- ভ্রূণ কালচার
- মেরিস্টেম কালচার
- ক্যালাস কালচার
5904. TMV কী?
- টমেটো মোজাইক ভাইরাস
- রিং-স্পট ভাইরাস
- টোবাকো মোজাইক ভাইরাস
- টোবাকো মাইল্ড ভাইরাস
5905. টিস্যুকালচারে নিচের কোনটিতে পুষ্টি ও বর্ধনের জন্য সকল প্রয়োজনীয় উপাদান সরবরাহ করা হয়?
- অটোক্লেভ
- অনুচারায়
- অ্যাগারে
- মিডিয়ামে
5906. ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির জন্য ভেড়ার জিনোমে ব্যাকটেরিয়ার কয়টি জিন স্থানান্তর করা হয়?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
5907. যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট Pseudomonas ব্যাকটেরিয়াকে কী প্রদানের জন্য নির্দেশ দেন?
- শিগুড়
- প্যাটেন্ট
- সার্গেট
- মিক্সটার্ড
5908. গ্রেনোলুসাইট ম্যাকরোফাজ কলোনী উদ্দীপক উপাদান ব্যবহৃত হয় কোনটির চিকিৎসায়?
- হার্ণিয়া
- সর্দি-জ্বর
- হেপাটাইটিস বি
- AIDS
5909. জেনেটিক ইঞ্জিনিয়ারিং – এর উদ্দেশ্য –
- নতুন ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন জীব সৃষ্টি করা
- মানুষকে সর্বোত্তমভাবে লাভবান করা
- জনসংখ্যা বৃদ্ধির গতি তরান্বিত করা
A,B
5910. টিস্যুকালচারের মাধ্যমে কোন গাছটিকে ভারতবর্ষের জলবায়ু উপযোগী করে তোলা হয়েছে?
- গ্লাডিওলাস
- জোজোবো
- নিম
- কদম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীব-প্রযুক্তি - এসএসসি-জীববিজ্ঞান-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 591"