জীব-কোষ-ও-টিস্যু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 609
6081. লিউকোপ্লাস্ট থাকে-
- মূল ও ভ্রূণে
- পাতা ও কান্ডে
- জনন কোষে
A,C
6082. অ্যারেনকাইমা পাওয়া যায় নিম্নোক্ত উদ্ভিদে-
- কচুরিপানা
- শাপলা
- মুথাঘাস
A,B
6083. কোষঝিল্লির ভাঁজকে কী বলে?
- মাইক্রোভিলই
- প্লাজমালেমা
- সাইটোপ্লাজম
- নিউক্লিওলাস
6084. পাতলা কোষপ্রাচীর এবং প্রোটোপ্লাজমযুক্ত কোষকে কী বলে?
- ফ্লোয়েম ফাইবার
- সঙ্গীকোষ
- ফ্লোয়েম প্যারেনকাইমা
- জাইলেম ফাইবার
6085. কোন টিস্যু পরিবর্তিত হয়ে গ্রন্থি টিস্যুতে পরিনত হয়?
- আবরণী
- পেশি
- সংযোজন
- স্নায়ু
6086. তুমি কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে স্ক্লেরাইড কোষ শনাক্ত করবে?
- গোলাকার
- লিগনিনযুক্তি প্রাচীর ও সমান গুরুত্ব দেখে প্রাচীর স্থূল
- শক্ত দৃঢ় ও সুচালো দেখেপ্রান্তদ্বয় সরু ও সুচালো দেখে
- পুরু কোষপ্রাচীর ও সমান গুরুত্ব দেখে
6087. স্থায়ী টিস্যু সৃষ্টি হয় কোন টিস্যু থেকে?
- সরল টিস্যু থেকে
- ভাজক টিস্যু থেকে
- জটিল টিস্যু থেকে
- ফ্লোয়েম টিস্যু থেকে
6088. জাইলেমের পরিণত কোষের মধ্যে যেগুলো মৃত তা হলো-
- ট্রাকিড ও ভেসেল
- ভেসেল ও জাইলেম প্যারেনকাইমা
- জাইলেম ফাইবার ও ভেসেল
A,C
6089. এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য-
- বৃক্কের সোম্যানস ক্যাপসুল প্রাচীরক্ষরণ
- রক্ষণ
- শোষণকোষগুলো ঘন সন্নিবেশিত
A,B,C
6090. টিস্যুটির ক্ষেত্রে প্রযোজ্য-
- বুকের বোম্যানস ক্যাপসুল প্রাচীরক্ষরণ
- রক্ষণ
- শোষণকোষগুলো ঘন সন্নিবেশিত
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীব-কোষ-ও-টিস্যু - এসএসসি-জীববিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 609"