জীবের বংশগতি ও বিবর্তন:
জীবের-বংশগতি-ও-বিবর্তন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 572
5711. যে পরিবেশ জীবন প্রবাহ ও জনমিতির মানদন্ডে বিবর্তনে যে যত বেশি খাপ খাওয়াতে পারবে সেই প্রজাতিটি টিকে থাকবে তাকে কী বলে?
- জীববিদ্যা
- অভিযোজন
- বংশগতিবিদ্যা
- প্রাণিভূগোল
5712. গোলাকার DNA দেখা যায় –
- E.col1
- Bacillus
- Homo sapiens
A,B
5713. ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলার কারণ –
- মাতা-পিতা হতে জিন সন্তানের দেহে বহন করে
- বংশগতির ধারা অক্ষুন্ন রাখে
- প্রজাতির বৈশিষ্ট্যভেদে এর ডিপ্লয়েড সংখ্যা ২-৮০০ হতে পারে
A,B
5714. বর্তমান শতাব্দীতে ডিএনএ প্রযুক্তি কীসে ব্যবহার করা হয়?
- চিকিৎসাবিজ্ঞানে
- জাহাজ শিল্পে
- ব্যবসা বাণিজ্যে
- ঘরের কাজে
5715. চার্লস রবার্ট ডারউইন সম্পর্কে সঠিক তথ্য হলো –
- তিনি ইংরেজ প্রকৃতি বিজ্ঞানী
- তিনি বিভিন্ন প্রাণীর নমুনা সংগ্রহ করেন
- তিনি ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষার্থী ছিলেন
A,B
5716. জৈব বিবর্তন তত্ত্ব প্রতিষ্ঠায় অবদান রয়েছে –
- এরিস্টটলের
- ডারউইনের
- রাসেল ওয়ালেসের
B,C
5717. DNA-তে কয় কার্বনবিশিষ্ট শর্করা বিদ্যমান?
- ৩ কার্বনবিশিষ্ট
- ৪ কার্বনবিশিষ্ট
- ৬ কার্বনবিশিষ্ট
- ৬ কার্বনবিশিষ্ট
5718. চার্লস রবার্ট ডারউইন ছিলেন –
- একজন ইংরেজ প্রকৃতি বিজ্ঞানী
- এইচ.এম.এস. বিগল জাহাজের মালিক
- কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র
A,C
5719. নিচের কোনগুলো বংশগতি বস্তু?
- ক্রোমোজোম জিন
- DNA ও RNA
- শর্করা লিপিড
- ভিটামিন ও পানিসেলুলোজ
5720. কোন ধরনের প্রক্রিয়া DNA কে নমুনা থেকে আলাদা করে?
- জৈবিক প্রক্রিয়ায়
- রাসায়নিক প্রক্রিয়ায়
- গ্লাইক্লোলাইসিস প্রক্রিয়ায়
- হাইব্রিডাইজ প্রক্রিয়ায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের-বংশগতি-ও-বিবর্তন - এসএসসি-জীববিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 572"