জীবের-বংশগতি-ও-বিবর্তন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 570
5691. যকৃত নষ্ট হলে কোন রোগটি দেখা দেয়?
- আমাশয়
- আর্থ্রাইটিস
- জন্ডিস
- ম্যালেরিয়া
5692. বৈজ্ঞানিক দৃষ্টিতে কন্যা সন্তান জন্মকালে কাউকে দায়ী করলে কাকে করতে হবে?
- সমাজকে
- মাতাকে
- পিতাকে
- পরিবারকে
5693. DNA তে কোন ধরনের বেস পাওয়া যায়?
- ফসফরাস
- সালফার
- নাইট্রোজেন
- কার্বন
5694. ডারউইন ১৮৫৮ সালের কত তারিখ তার Natural Selection তত্ত্বটি পেশ করেন?
- ১ জুন
- ১ জুলাই
- ১ আগস্ট
- ১ অক্টোবর
5695. অটোসোমগুলি অংশ গ্রহণ করে –
- ভ্রূণ গঠনে
- লিঙ্গ নির্ধারণে
- দেহ গঠনে
A,C
5696. ওয়ালেস তার অভিমতগুলো লিনিয়ান সোসাইটিতে পেশ করে –
- ১৮৫৮ সালের ২ জুলাই
- ১৮৫৯ সালের ১ জুলাই
- ১৮৫৮ সালের ১ জুলাই
5697. আর.এন.এ তে থাকে –
- রাইবোজ শর্করা
- অজৈব ফসফেট
- নাইট্রোজেনঘটিত বেস
A,B,C
5698. বর্ণান্ধতা রোগের ক্ষেত্রে প্রযোজ্য হলো –
- প্রতি ১০ জনে ১ জন পুরুষ এ রোগে আক্রান্ত হয়
- খুব কম মহিলাই এ অসুখে ভোগেন
- লাল ও সবুজ পার্থক্য করতে পারে না
A,B,C
5699. রক্তের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম কী?
- বর্ণান্ধতা
- থ্যালাসেমিয়া
- পঙ্গুত্ব
- বাকহীনতা
5700. নিচের কোন বিজ্ঞানী জাহাজে চাকরি করতেন?
- আল বিরুনী
- উইলিয়াম হার্ভে
- চার্লস রবার্ট ডারউইন
- লিউয়েন হুক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের-বংশগতি-ও-বিবর্তন - এসএসসি-জীববিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 570"