জীবের-বংশগতি-ও-বিবর্তন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 569
SSC-জীববিজ্ঞান মডেল টেস্ট | 5681. নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে বিস্তৃত এবং সূত্রাকার ক্রোমাটিন দ্বারা গঠিত কোনটি?
- নিউক্লিওলাস
- ক্রোমোজোম
- DNA
- RNA
5682. কত জোড়া ক্রোমোজোমকে সেক্স-ক্রোমোজোম বলা হয়?
- ১ জোড়া
- ১১ জোড়া
- ২২ জোড়া
- ২৩ জোড়া
5683. কোনটি জেনেটিক ডিসঅর্ডার?
- বর্ণান্ধতা
- কালাজ্বর
- মাথাব্যাথা
- শ্বেতপ্রদর
5684. মানবদেহে অটোসোম সংখ্যা কত?
- ১ জোড়া
- ১১ জোড়া
- ২২ জোড়া
- ২৩ জোড়া
5685. ‘জনসংখ্যা তত্ত্ব’ কার লেখা?
- উইলিয়াম হার্ভে
- রবার্ট ডারউইন
- রাসেল ওয়ালেস
- টমাস ম্যালথাস
5686. ডিএনএ – এর অন্য নাম কী?
- ডিএনএ-To
- ডিএনএ-M
- ডিএনএ-টাইপিং
- ডিএনএ-CM
5687. ‘বেস’ অর্থ কী?
- অম্ল
- ক্ষারক
- মূখ্য
- অম্লযান
5688. পৃথিবীতে দুইটি প্রাণী বা প্রাণীগোষ্ঠী সম্পূর্ণ এক রকম নয় – এটি কে লক্ষ্য করেছিলেন?
- ডারউইন
- টমাস ম্যালথাস
- অ্যারিস্টটল
- লিনিয়াস
5689. জনসংখ্যা নিয়ন্ত্রণে কী গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা রাখে?
- পানি
- বাতাস
- প্রাকৃতিক দুর্যোগ
- সূর্যরশ্মি
5690. স্নায়ুকোষে একাধিক পিগমেন্ট না থাকলে কোন রঙের পার্থক্য করা যায় না?
- নীল ও হলুদ
- লাল ও নীল
- আকাশী ও লাল
- সবুজ ও সাদা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "SSC-জীববিজ্ঞান মডেল টেস্ট- 569"