জীবের-প্রজনন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 549
5481. যে ফুলে পাঁচ অংশ উপস্থিত থাকে তাকে কী বলে?
- অসম্পূর্ণ ফুল
- সম্পূর্ণ ফুল
- একলিঙ্গ ফুল
- ক্লীব ফুল
5482. বহুগুচ্ছ পরাগদন্ড বিশিষ্ট ফুলের উদাহরণ কোনটি?
- শিমুল
- মটর
- জবা
- সরিষা
5483. অপ্রকৃত ফল হলো –
- আম
- আপেল
- চালতা
A,C
5484. স্ব-পরাগায়নের অসুবিধা হচ্ছে –
- নতুন গুণের আবির্ভাব ঘটে না
- কম জীবনীশক্তি সম্পন্ন বীজের সৃষ্টি করে
- নতুন গাছের অভিযোজন ক্ষমতা কমে যায়
A,B,C
5485. গর্ভপত্রের কতটি অংশ থাকে?
- 2
- 3
- 4
- 5
5486. রিলাক্সিন হরমোনের কাজ কী?
- অমরা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা
- ঋতুচক্র নিয়ন্ত্রণ করা
- দাঁড়ি গোফ গজানো
- যৌনাঙ্গ বৃদ্ধি
5487. ডিম্বকরন্ধ্রের দিকের কোষকে কী বলে?
- ডিত্তি কোষ
- এপিক্যাল কোষ
- সস্য কোষ
- ধারক কোষ
5488. ভ্রূণপোষক কলার কাছাকাছি বড় কোষটি বিভাজনের পর সৃষ্ট হ্যাপ্লয়েড কোষগুলোর কতটি নষ্ট হয়ে যায়?
- 1
- 2
- 3
- 4
5489. দলাংশের অন্য নাম কী?
- যুক্তদল
- বিযুক্তদল
- বৃতি
- পাপড়ি
5490. AIDS কত সালে আবিষ্কৃত হয়?
- ১৯৬১ সালে
- ১৯৭১ সালে
- ১৯৮১ সালে
- ১৯৯১ সালে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের-প্রজনন - এসএসসি-জীববিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 549"