জীবের-প্রজনন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 548
5471. অমরার আম্বিলিকার কর্ড ভ্রূণের –
- নাভির সাথে যুক্ত থাকে
- স্পাইনাল কর্ডের সাথে যুক্ত থাকে
- নাড়ির সাথে যুক্ত থাকে
A,C
5472. গর্ভযন্ত্রের মাঝের কোষটিকে কী বলে?
- জাইগোট
- ভ্রূণ
- শুক্রাণু
- ডিম্বাণু
5473. পাখির মাধ্যমে বিস্তরণ ঘটে –
- খেজুর বট
- মটরশুঁটি ও দোপাটি
- তেঁতুল ও বট
A,C
5474. অন্তঃনিষেক –
- প্রক্রিয়াটিতে সঙ্গমের প্রয়োজন হয়
- ডাঙায় বসবাসকারীদের ভেতর কম দেয়া যায়
- হাঙ্গর মাছে দেখা যায়
A,C
5475. একটি আদর্শ ফুলের কতটি অত্যাবশ্যকীয় অংশ থাকে?
- ৩টি
- ৫টি
- ৭টি
- ৯টি
5476. থাইরক্সিন হরমোনের কাজ কী?
- মানসিক বিকাশ
- জরায়ুজ সংকোচন নিয়ন্ত্রণ
- জরায়ুর বৃদ্ধি
- অমরা বৃদ্ধি
5477. ভ্রূণে ডিপ্লয়েড ক্রোমোজোম পুনঃস্থাপিত হয় কোন প্রক্রিয়ায়?
- উজেনেসিস
- গ্যামেটোজেনেসিস
- ফার্টিলাইজেশন
- মিয়োটিক ভিডিশন
5478. প্রাণী পরাগী ফুলের বৈশিষ্ট্য –
- ফুলগুলো ছোট হলে পুষ্প মঞ্জরীতে সজ্জিত থাকে
- ফুলের রঙ আকর্ষণীয় হয়
- ফুলে গন্ধ থাকতে পারে বা নাও থাকতে পারে
A,B,C
5479. নিম্নশ্রেণির জীব কীসের মাধ্যমে জনন ঘটায়?
- জটিল প্রক্রিয়ার
- সরল প্রক্রিয়ার
- কোষ বিভাজনের
- খন্ডায়ন প্রক্রিয়ার
5480. কত সপ্তাহে মুকুলের মতো অঙ্গাণু গঠিত হয়?
- ২ সপ্তাহের পর
- ৩ সপ্তাহের পর
- ৪ সপ্তাহের পর
- ৫ সপ্তাহের পর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের-প্রজনন - এসএসসি-জীববিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 548"