জীবের-প্রজনন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 547
5461. উচ্চ শ্রেণির প্রাণীরা কোন ধরনের প্রজননের মাধ্যমে বংশধর সৃষ্টি করে?
- যৌন
- অযৌন
- খন্ডায়ন
- স্পোর
5462. পর-পরাগায়নের অসুবিধা হচ্ছে –
- প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়
- প্রচুর পরাগরেণুর অপচয় হয়
- পরাগায়নের নিশ্চয়তা কম
A,B,C
5463. স্ব-পরাগায়নের গুরুত্ব কোনটি?
- চরিত্রগত বিশুদ্ধতা
- অনিশ্চিত পরাগায়ন
- নতুন প্রজাতির সৃষ্টি
- পরাগরেণু অপচয়
5464. পোলেন টিউব –
- পরাগরেণু হতে তৈরি হয়
- হতে পুংজনন কোষ উৎপন্ন হয়
- পুংদন্ডের বাইরে থাকে
A,B
5465. হরমোন সাহায্য করে –
- বিপাকীয় কাজে
- শারীরবৃত্তীয় কাজে
- বিভিন্ন রাসায়নিক ক্রিয়া ঘটাতে
A,B,C
5466. প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ –
- নিম্ন শ্রেণির উদ্ভিদের জনন অঙ্গ
- এর নাম ফুল
- উচ্চ শ্রেণির উদ্ভিদের জনন অঙ্গ
B,C
5467. কোন গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করে?
- ডিম্বাশয়
- অ্যাড্রেনাল
- অমরা
- পিটুইটারি
5468. পরিণত অবস্থায় ডিম্বকটি কোনটিসহ বীজে পরিণত হয়?
- সস্য
- বীজপত্র
- ভ্রূণ
A,C
5469. অমরা থেকে নিঃসৃত হয় কোনটি?
- থাইরক্সিন
- গোনাডোট্রপিক
- রিলাক্সিন
- ইস্ট্রোজেন
5470. পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু গর্ভপত্রের কিসে পতিত হয়?
- গর্ভাশয়ে
- গর্ভমুন্ড
- গর্ভদন্ডে
- জাইগোটে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের-প্রজনন - এসএসসি-জীববিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 547"