জীবের-প্রজনন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 545
এসএসসি-জীববিজ্ঞান মডেল টেস্ট | 5441. হরমোন সাহায্য করে –
- বিপাকীয় কাজে
- শারীরবৃত্তীয় কাজে
- বিভিন্ন রাসায়নিক ক্রিয়া ঘটাতে
A,B,C
5442. প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ –
- নিম্ন শ্রেণির উদ্ভিদের জনন অঙ্গ
- এর নাম ফুল
- উচ্চ শ্রেণির উদ্ভিদের জনন অঙ্গ
B,C
5443. কোন গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করে?
- ডিম্বাশয়
- অ্যাড্রেনাল
- অমরা
- পিটুইটারি
5444. পরিণত অবস্থায় ডিম্বকটি কোনটিসহ বীজে পরিণত হয়?
- সস্য
- বীজপত্র
- ভ্রূণ
A,C
5445. অমরা থেকে নিঃসৃত হয় কোনটি?
- থাইরক্সিন
- গোনাডোট্রপিক
- রিলাক্সিন
- ইস্ট্রোজেন
5446. Apical cell কীসে পরিণত হয়?
- পরাগরেণুতে
- জাইগোটে
- গর্ভাশয়ে
- ভ্রুণে
5447. কোন বয়সে ঋতুস্রাব চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়?
- ১৫ বছর
- ২৫ বছর
- ৪৫ বছর
- ৬০ বছর
5448. ডিম্বাণু ও শুক্রাণু কত প্রস্থ ক্রোমোজোম বহন করে?
- এক
- দুই
- তিন
- চার
5449. প্রকৃত ফলের উদাহরণ হচ্ছে –
- আম
- কাঁঠাল
- চালতা
A,B
5450. ভ্রূণের বিকাশের সময় ভ্রূণকে জরায়ুর প্রাচীর সংলগ্ন হতে হয় কেন?
- ব্লাস্টোসিস্ট পরবর্তী পর্যায় সম্পন্নের জন্য
- ক্লীভেজ পরবর্তী পর্যায় সম্পন্নের জন্য
- ট্রফোব্লাস্ট পরবর্তী পর্যায় সম্পন্নের জন্য
- গ্যাস্ট্রুলা পরবর্তী পর্যায় সম্পন্নের জন্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-জীববিজ্ঞান মডেল টেস্ট 545"