জীবের প্রজনন:
জীবের-প্রজনন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 557
5561. পরাগায়ন –
- ফুল উৎপাদনের পূর্বশর্ত
- ফল উৎপাদনের পূর্বশর্ত
- বীজ উৎপাদনের পূর্বশর্ত
B,C
5562. কোথায় পরাগ উৎপন্ন হয়?
- পরাগনালীতে
- পরাগধানীতে
- যোজনীতে
- স্তবকে
5563. নিষিক্ত ডিম্বাণুর ক্লীভেজের শেষ পর্যায়ে ভ্রূণের জরায়ুতে পৌঁছানোর পর্যায়কে কী বলে?
- ব্লাস্টোসিস্ট
- ব্লাস্টোমিয়ার
- ট্রফোব্লাস্ট
- নেমাটোসিস্ট
5564. HIV এর পূর্ণরূপ কী?
- Herpes Immuno Deficiency Virus
- Human Importent Deficiency Virus
- Human Immune Deficiency Viro
- Human Immune Deficiency Virus
5565. পুং ও স্ত্রী জননকোষের মিলনে তৈরি হয়?
- সিনারজিড
- ওভাম
- মরুলা
- জাইগোট
5566. পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে –
- আকারে ছোট হয়
- রঙ্গিন হয়
- আকারে বড় হয়
B,C
5567. কিসের সাহায্যে ভ্রূণ জরায়ুর গাত্রে সংস্থাপিত হয়?
- গর্ভাশয়
- গর্ভমূল
- অমরা
- হরমোন
5568. বর্তমান বিশ্বে একটি মারাত্মক ঘাতক ব্যাধি হিসেবে পরিচিত কোনটি?
- ক্যানসার
- এইডস
- টিউবারকুলেসিস
- থ্যালাসেমিয়া
5569. প্রাণিপরাগী ফুল কোনটি?
- ধান
- পাতাশ্যাওলা
- সরিষা
- কদম
5570. কোন অংশটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক?
- দলমন্ডল
- বৃতি
- পুষ্পাক্ষ
- পুংস্তবক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের-প্রজনন - এসএসসি-জীববিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 557"