জীবের-প্রজনন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 556
5551. হরমোনের প্রভাবে ছেলেদের –
- দাঁড়ি গোফ গজায়
- কাঁধ চওড়া হয়
- গলার স্বর বদলায়
A,B,C
5552. প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে কোনটিতে?
- স্ব-পরাগায়নে
- পর-পরাগায়নে
- পাখির মাধ্যমে পরাগায়নে
- পানিতে পরাগায়নে
5553. ত্রিমিলন কী?
- পুং জননকোষ ও স্ত্রী জননকোষের মিলন
- পুং জননকোষ ও প্রতিপাদ কোষের মিলন
- পুং জননকোষ ও সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলন
- পুং জননকোষ ও ডিম্বাণুর মিলন
5554. প্রজননের প্রধান ধাপ কতটি?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
5555. নিষেকের পূর্বশর্তের ক্ষেত্রে সঠিক কোনটি?
- স্ত্রী ও পুং জননকোষের পূর্ণতাপ্রাপ্তি
- স্ত্রী ও পুং জননকোষের সৃষ্টি
- পরিণত স্ত্রী জননকোষ সৃষ্টি
- পরিণত পুং জননকোষে সৃষ্টি
5556. ।পরাগরেণু বিভাজিত হয়ে তৈরি করে –
- নালীকোষ
- জেনোরেটিভ কোষ
- রেণুরন্ধ্র কোষ
A,B
5557. গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কী বলে?
- প্রকৃত ফল
- অপ্রকৃত ফল
- নীরস ফল
- গুচ্ছ ফল
5558. অযৌন প্রজনন হতে পারে –
- মুকুলোদগমের মাধ্যমে
- বিভাজনের মাধ্যমে
- গ্যামেট সৃষ্টির মাধ্যমে
A,B
5559. বহিঃনিষেক কোন ধরনের প্রাণীতে হয়?
- মাটিতে বসবাসকারী
- উড়ন্ত প্রাণীতে
- পানিতে বসবাসকারী
- সবখানে
5560. উন্নত উদ্ভিদ সাধারণত –
- সহবাসী
- ভিন্নবাসী
- যৌন প্রজননক্ষম
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের-প্রজনন - এসএসসি-জীববিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 556"