জীবের-প্রজনন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 554
5531. জনন মাতৃকোষে কোন পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে?
- অ্যামাইটোসিস
- মাইটোসিস
- মিয়োসিস
- অস্বাভাবিক মাইটোসিস
5532. জাইগোট প্রথম বিভাজনে কতটি কোষ সৃষ্টি করে?
- 1
- 2
- 3
- 4
5533. বহিঃনিষেক হয় কোন প্রাণীতে?
- পাখি
- মাছ
- বাদুর
- ইঁদুর
5534. ফুলের অত্যাবশ্যকীয় স্তবক কোনটি?
- দলমন্ডল
- বৃতি
- স্ত্রীস্তবক
- থ্যালামাস
5535. দলমন্ডলের ক্ষেত্রে দৃশ্যমান হয় –
- দলমন্ডল যেকোনো ফুলের সবচেয়ে আকর্ষণীয় অংশ
- পাপড়িগুলো মিলিতভাবে অবস্থান করতে পারে
- পাঁচটি পেটাল বা পাপড়ি মিলিতভাবে এ দলমন্ডল গঠন করে
A,B,C
5536. হরমোন কোন ধরনের পদার্থ?
- স্নেহ জাতীয়
- শর্করা জাতীয়
- আমিষ জাতীয়
- ভিটামিন
5537. সকল প্রকৃত ও অপ্রকৃত ফলকে কত ভাগে ভাগ করা যায়?
- দুই
- তিন
- চার
- পাঁচ
5538. ভ্রূণের অন্যতম কাজ –
- ফুসফুসের মতো কাজ করা
- ভ্রূণের সংরক্ষণ করা
- খাদ্য সরবরাহ
A,B,C
5539. HIV – ভাইরাস কোনটির গঠনে বিঘ্ন ঘটায়?
- এন্টিজোন
- এন্টিবডি
- ইস্ট্রোজেন
- থাইরক্সিন
5540. বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে –
- ফুল আকারে বড়
- ফুল হালকা ধরনের
- মধুগ্রন্থিহীন
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের-প্রজনন - এসএসসি-জীববিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 554"