জীবের-প্রজনন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 555
জীবের প্রজনন | 5541. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় –
- বৃদ্ধি উদ্দীপক হরমোন
- অ্যান্ড্রোজেন
- উৎপাদনক হরমোন
A,C
5542. গর্ভযন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
- এর মাঝের কোষটি ডিম্বাণু
- এর মাঝের কোষটি প্রতিপাদ কোষ
- এর পাশের কোষটি প্রতিপাদ কোষ
- এর মাঝে গৌণ কেন্দ্রিকা
5543. তুমি কীভাবে পতঙ্গপরাগী ফুল শনাক্ত করবে?
- মধুগ্রন্থির উপস্থিতিতে
- হালকা পরাগরেণুর উপস্থিতিতে
- ক্ষুদ্র আকারের ভিত্তিতে
- শুষ্ক গর্ভমুন্ডের ভিত্তিতে
5544. যুক্তধানী ফুলে কোনটি একগুচ্ছে থাকে?
- পরাগধানী
- পুংকেশর
- পরাগদন্ড
- পুংস্তবক
5545. নিষেকের মাধ্যমে প্রজনন ঘটলে তাকে কী বলে?
- অযৌন প্রজনন
- যৌন প্রজনন
- পরাগায়ন
- গ্যামেটোজেনেসিস
5546. মেনোপজ কী?
- প্রাক রজস্রাবীয় পর্ব
- রজস্রাবীয় পর্ব
- রজনিবৃত্তিকাল
- রজনিরাময়কাল
5547. বিশ্বে বর্তমানে কত লোক AIDS এ আক্রান্ত?
- ২ কোটি ১০ লাখ
- ২ কোটি ২০ লাখ
- ২ কোটি ৩০ লাখ
- ২ কোটি ৪০ লাখ
5548. অমরা অন্য কী নামেও পরিচিত?
- গর্ভদন্ড
- গর্ভাশয়
- গর্ভমূল
- গর্ভফুল
5549. নালীকোষ বৃদ্ধি প্রাপ্ত হয়ে কিসে পরিণত হয়?
- পুংজনন কোষ
- স্ত্রীজনন কোষ
- রেণুরন্ধ্র
- পরাগনালী
5550. ভ্রূণের উপাঙ্গ নাড়ানো মা বুঝতে পারে কত সপ্তাহে?
- বিশ সপ্তাহে
- আঠাশ সপ্তাহে
- দ্বাদশ সপ্তাহে
- আটত্রিশ সপ্তাহে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের প্রজনন এসএসসি জীববিজ্ঞান"