জীবের-পরিবেশ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-13 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 585
5841. একটি পেঁচা দিনে কমপক্ষে কতটি ইঁদুর হজম করতে পারে?
- 1
- 3
- 5
- 7
5842. পৃথিবীতে বিরাজমান জীবসমূহের প্রাচুর্য ও ভিন্নতাকে কী বলে?
- জীব সম্প্রদায়
- জীববৈচিত্র্য
- জীব প্রাচুর্য
- জীব পরিবার
5843. সবুজ উদ্ভিদের প্রধান খাদ্য কোনটি?
- কার্বোহাইড্রেট
- প্রোটিন
- লিপিড
- ভিটামিন
5844. সব ধরনের খাদ্য শিকলেই প্রতিটি স্তরে শক্তি কী হয়?
- অপচয়
- বিনাশ
- সঞ্চয়
- রূপান্তর
5845. বাস্তুতন্ত্রে সর্বনিম্ন ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করে কোনটি?
- উৎপাদক
- তৃণভোজী
- মাংসাশী
- বিয়োজক
5846. রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ও শিম জাতীয় উদ্ভিদের সম্পর্ক কীরূপ?
- মিউচুয়ালিজম
- কমেনসেলিজম
- কম্পিটিশন
- এন্টিবায়োটিস
5847. সিমবায়োসিস দ্বারা সহঅবস্থানকারী জীবদের মধ্যে যে ক্রিয়া-বিক্রিয়া ঘটে তাকে কী বলে?
- সম্যক ক্রিয়া
- বাস্তুক্রিয়া
- মিথস্ক্রিয়া
- প্রতিসাম্য ক্রিয়া
5848. সবুজ উদ্ভিদের উৎপাদিত খাদ্যের কিছু অংশ –
- মাংসাশীরা ভক্ষণ করে
- উদ্ভিদ নিজের প্রয়োজনে ব্যবহার করে
- উদ্ভিদ নিজের দেহে জমা করে
B,C
5849. সূর্য থেকে সংগৃহীত শক্তি –
- প্রথম ট্রফিক লেভেলে গৃহীত হয়
- দ্বিতীয় ট্রফিক লেভেলে কমে যায়
- তৃতীয় ট্রফিক লেভেলে বেড়ে যায়
A,B
5850. শিকারি প্রজাতি হলো –
- পেঁচা
- ঈগলচিল
- বাজপাখিদোয়েল
- ময়না”;}}
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের-পরিবেশ - এসএসসি-জীববিজ্ঞান-13 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 585"