জীবন-পাঠ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 519
5181. বৈজ্ঞানিক নাম হাতে লেখার সময় কোনটি প্রযোজ্য?
- গণ ও প্র্রজাতি একসাথে লিখতে হবে
- গণ ও প্রজাতির নিচে একটি দাগ দিতে হবে
- গণ ও প্রজাতির নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে
- কোনো দাগ হবে না
5182. মানুষের বৃদ্ধি হরমোন (GH) সম্পর্কে জানা যাবে কোন শাখায়?
- ইকোলজিতে
- এন্ডোক্রাইনোলেজিতে
- সাইটোলজিতে
- এমব্রায়োলজিতে
5183. Embryology (ভ্রুণবিদ্যা) এর আলোচ্য বিষয় কোনটি?
- পৃথিবীতে প্রানের বিকাশ
- কোষের গঠন
- ভ্রুণের পরিস্ফুটন
- হরমোন এর কার্যকারিতা
A,B
5184. রোগ নিয়ে আলোচনা করা হয় যে সকল শাখায় তা হলো-
- Parasitology
- Biochemistry
- Medical science
5185. এই বিশাল বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা যায়-
- বায়োইনফরমেটিকস দ্বারা
- শ্রেণিবিন্যাস দ্বারা
- বিবর্তনবিদ্যা দ্বারা
- জীবপরিসংখ্যান বিদ্যা দ্বারা
A,B
5186. জীববিজ্ঞানের ভৌত শাখা হলো-
- Biochemistry
- Biotechnology
- Biogeography
5187. কোনটি প্রকৃতি বিজ্ঞানের অন্যতম শাখা?
- চিকিৎসাবিজ্ঞান
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- জীববিজ্ঞান
5188. ক্যারোলাস কোন দেশের অধিবাসী ছিলেন?
- সুইডেন
- স্পেন
- গ্রিক
- ইংল্যান্ড
5189. ক্যারোলাস লিনিয়াস চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
- উপসালা বিশ্ববিদ্যালয়
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
5190. হুইটটেকার কত সালে ফাইভ কিংডম পদ্ধতি প্রস্তাব করেন?
- 1966
- 1967
- 1968
- 4
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবন-পাঠ - এসএসসি-জীববিজ্ঞান-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 519"