জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ভর্তির বিস্তারিত তথ্য

জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন ২০ আগস্ট ২০১৭ তারিখ সকাল ১০:০০ টা থেকে শুরু হয়ে ২১ সেপ্টেম্বর ২০১৭ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত চলবে। ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করে Rocket এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

এবারের ভর্তি পরীক্ষা ০৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষা ইউনিটভিত্তিক অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোন, ক্যালকুলেটর কিংবা অন্য কোন ডিভাইজ নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে।

বিভিন্ন অনুষদ এর আবেদন ফি নিম্নরূপঃ

আবেদন ফি (সার্ভিসচার্জসহ):

  • A-ইউনিটঃ গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ৫৫০.০০ টাকা
  • B-ইউনিটঃ সমাজবিজ্ঞান অনুষদ ৫৫০.০০ টাকা
  • C-ইউনিটঃ কলা ও মানবিকী অনুষদ প্রতি বিভাগ ৫৫০.০০ টাকা
  • D-ইউনিটঃ জীববিজ্ঞান অনুষদ ৫৫০.০০ টাকা
  • E-ইউনিটঃ বিজনেস স্টাডিজ অনুষদ ৫৫০.০০ টাকা
  • C1-ইউনিটঃ কলা ও মানবিকী অনুষদ ৩৫০.০০ টাকা
  • F-ইউনিটঃ আইন অনুষদ ৩৫০.০০ টাকা
  • G-ইউনিটঃ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ৩৫০.০০ টাকা
  • H-ইউনিটঃ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ৩৫০.০০ টাকা
  • I-ইউনিটঃ বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ৩৫০.০০ টাকা৷

ইউনিট ভিত্তিক মানবণ্টন :

A Unit ( গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ) :

গণিত – ২২ , পদার্থবিজ্ঞান – ২২ , রসায়ন – ২২ , বাংলা – ৩ , ইংরেজী – ৩ , বুদ্ধিমত্তা ( বিজ্ঞান বিষয়ক ) – ৮

B Unit ( সমাজবিজ্ঞান অনুষদ ) :

বাংলা – ১০, ইংরেজী – ১৫ , গণিত – ১৫ , সাধারণ জ্ঞান – ২৫ , বুদ্ধিমত্তা ( IQ ) – ১৫

C Unit ( কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ব্যতীত) :

বাংলা – ১৫ , ইংরেজী – ১৫ , অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় – ৫০ নাম্বার

C1 Unit ( কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) :

বাংলা – ১০ , ইংরেজী – ১০ , অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় – ৬০ নাম্বার

D Unit ( জীববিজ্ঞান অনুষদ ) :

বাংলা + ইংরেজী = ৮ , রসায়ন = ২৪ , উদ্ভিদবিজ্ঞান – ২২, প্রাণি বিদ্যা – ২২ এবং বুদ্ধিমত্তা ( IQ ) – ৪

E Unit ( বিজনেস স্টাডিজ অনুষদ ) :

বাংলা – ১০ , ইংরেজী – ৩০ , গণিত – ৩০ এবং ব্যবসায় সম্পর্কিত সাধারণ জ্ঞান – ১০

F Unit ( আইন অনুষদ ) :

বাংলা – ২৫ , ইংরেজী – ২৫ , সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা – ৩০

G Unit ( ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ( IBA – JU ) :

বাংলা – ৫, ইংরেজী – ৩০ , Mathematical Aptitude & IQ – ৩০ , সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় – ১০ এবং ভাইভা – ৫ [ ভাইভা তে সর্বনিন্ম ৩৫% নাম্বার পেতে হবে ]
H Unit ( ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) :

বাংলা – ৫ , ইংরেজী – ১৫ , গণিত – ৪০ , পদার্থবিজ্ঞান – ২০

I Unit (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) :

বাংলা – ১৫ , ইংরেজী – ১৫ , বিশ্বসাহিত্য – ১০, সাধারণ জ্ঞান – ১০, সংস্কৃতি – ৫, নৃবিজ্ঞান – ৫, প্রত্নতত্ত্ব – ৫, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ – ১০, ইতিহাস-ঐতিহ্য – ৫।

 

আসন বিন্যাসঃ

পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম, ভবনের নাম ইত্যাদি যাবতীয় তথ্যসহ সিটপ্ল্যান SMS করে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি ইশিখন.কম থেকেও জানা যাবে৷

ভর্তি পরীক্ষা সংক্রান্ত সময়সূচির কোনো পরিবর্তন হলে এখানে তা আপডেট করা হবে।

ভর্তি পরীক্ষার ফলাফলঃ

ভর্তি পরীক্ষার ফলাফল প্রতি ইউনিট এর পরীক্ষা শেষ হওয়ার ৩ দিনের মধ্যে প্রকাশ হবে। প্রকাশ হওয়ার পর উক্ত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি এখানেও পাওয়া যাবে। তাছাড়া পরীক্ষার্থীদের মোবাইলে SMS এর মাধ্যমে টেলিটক থেকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল

এসএমএস(SMS) এর মাধ্যমে ভর্তি পরীক্ষার ফলাফল জানতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুনঃ

JU<space>R<space>আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বর

উদাহরণঃ JU<space>R<space>1100001

এরপর পাঠিয়ে দিন 9933  নম্বরে।

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

এসএমএস(SMS) এর মাধ্যমে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস জানতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুনঃ

JU<space>S<space>আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বর

উদাহরণঃ JU<space>S<space>1100001

এরপর পাঠিয়ে দিন 9933  নম্বরে।

ইউনিট ভিত্তিক বিস্তারিত আসন বিন্যাস জানতে এখানে ক্লিক কর
https://ju-admission.org/apply/seatPlan

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

[ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড]
https://almamunmunna.files.wordpress.com/2017/08/ju_admission_circular_2017-18.pdf

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ঠিকানাঃ  ju-admission.org

আরো পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline