জাতীয়করণ হলে শিক্ষকরা যে ধরনের সুযোগ সুবিধা পাবেন

জাতীয়করণের দাবিতে বিভিন্ন শিক্ষক সংগঠনের ব্যানারে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষালয়ের শিক্ষকরা। দাবি আদায়ের পক্ষে তারা মানব বন্ধন,সভা সমাবেশ করে আসছেন দীর্ঘদিন থেকে।

জাতীয়করণ হলে নিজেরা কি ধরনের সুযোগ সুবিধা পাবেন তা নিয়েও স্যোশাল মিডিয়াতেও সোচ্চার শিক্ষকরা। অনেকেই স্যোশাল মিডিয়াতে পেজ খুলে জাতীয়করণের সুবিধার কথা তুলে ধরছেন।

জয়নাল আবেদিন খান নামের একজন শিক্ষক তার ফেসবুকে ওয়ালে তুলে ধরেছেন,জাতীয়করণ হলে আপনার কি সুবিধা হবে। সেখানে লিখেছেন, মূল বেতনের সাথে আকর্ষনীয় বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুবিধা। বার্ষিক ইনক্রিমেন্ট। পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা। পেনশন, যেটি মৃত্যু পূ্র্ব পর্যন্ত পাবেন।

পাবেন সামাজিত মর্যাদা। বন্ধ হবে ম্যানেজিং কমিটির নিপিড়ন।পাবেন বদলির সুবিধা। থাকবে পদোন্নতির সুবিধা। এছাড়াও আরও অনেক কিছু।

 

 

আরো পড়ুন:

জাতীয়করণের দাবিতে আমরণ অনশনে শিক্ষকের সংখ্যা বাড়ছে

জাতীয়করণের দাবি আদায়ে অনেকেই তীব্র শীতে অসুস্থ হয়ে পড়ছেন

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline