চল-তড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2407
24061. কয়টি কারণে তড়িৎশক্তির ব্যবহার বিপজ্জনক হতে পারে?
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
24062. গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ইলেকট্রন কোথায় পৌঁছায়?
- ঋণাত্মক আধানে
- ধনাত্মক আধানে
- উভয়ই
- স্থির থাকে
24063. শূন্য মাধ্যমে কোনো পরিবাহীর যে কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1s-এ 1C আধান প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে কী বলে?
- 1 ভোল্ট
- 1 ওহম
- 1 অ্যাম্পিয়ার
- 1 ওহম মিটার
24064. তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ হলে রোধের কীরূপ পরিবর্তন ঘটবে?
- এক চতুর্থাংশ
- অর্ধেক
- দ্বিগুণ
- চারগুণ
24065. পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য দ্বিগুণ করা হলে, তড়িৎ প্রবাহের কী পরিবর্তন হবে?
- চারগুণ হবে
- দ্বিগুণ হবে
- অর্ধেক হবে
- এক-চতুর্থাংশ হবে
24066. দুটি বাল্ব দিয়ে গৃহ বিদ্যুতায়নে সমান্তরাল বর্তনী অধিকতর সুবিধাজনক, কারণ –
- তড়িৎ শক্তি খরচ কম হয়
- সমান উজ্জ্বলতার আলো পাওয়া যায়
- একটি নষ্ট হলেও অপরটি আলো দেয়
B,C
24067. ইলেকট্রন কীভাবে প্রবাহিত হয়?
- থেমে থেমে
- নিরবচ্ছিন্নভাবে
- উভয়ই
- গুচ্ছাকারে
24068. বাসা বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক উপকরণ মেইন লাইনে কীভাবে যুক্ত থাকে?
- সমান্তরালে
- শ্রেণিতে
- মিশ্রভাবে
- কোনটিই নয়
24069. বৈদ্যুতিক সংযোগে নিচের কোনটি ব্যবহার করা উচিত?
- তামা
- রাবার
- জার্মেনিয়াম
- সিলিকন
24070. পরিবাহীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হলে কী হয়?
- বিভবান্তর শূন্য হয়
- ভর বৃদ্ধি পায়
- কাজ হয়
- কাজ হয় না
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "চল-তড়িৎ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2407"