| 1. ১৬ মার্চ ২০১৭ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করে কোন দুটি বিভাগ গঠন করা হয়? | উত্তরঃ স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। |
| 2. স্বাস্থ্য সেবা বিভাগ-এর ইংরেজী নাম কী? | উত্তরঃ Health Services Division. |
| 3. স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ-এর ইংরেজী নাম কী? | উত্তরঃ Medical Education and Family Welfare Division. |
| 4. ৪ মার্চ ২০১৭ ঢাকা বিম্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে কাকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেয়া হয়? | উত্তরঃ অমিত চাকমা। |
| 5. বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ‘আমান অর্থনৈতিক অঞ্চল’ কোথায় অবস্থিত? | উত্তরঃ সোনারগাঁও, নারায়ণগঞ্জ। |
| 6. জাতীয় যুব নীতি ২০১৭ অনুসারে যুবদের বয়সসীমা কত? | উত্তরঃ ১৮-৩৫ বছর। |
| 7. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’-এর পরিচালক কে? | উত্তরঃ ফাখরুল আরেফীন খান; মুক্তি লাভ ৩ মার্চ ২০১৭। |
| 8. ১৯৭২ সাল থেকে মার্চ ২০১৭ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট কতটি চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল স্বাক্ষরিত/সম্পাদিত হয়েছে? | উত্তরঃ ৯৩টি। |
| 9. শেখ হাসিনা পানি শোধনাগার কোথায় অবস্থিত? | উত্তরঃ রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। |
| 10. বর্তমানে দেশে কতটি ব্যাংক ইসলামী ব্যাংকিং চালু করেছে? | উত্তরঃ ২৫টি, যার মধ্যে ৮টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক এবং ১৭টি বাণিজ্যিক ব্যাংক সাধারণ পরিচালনা করে। |
| 11. ডটবাংলা ডোমেইনের প্রথম ওয়েবসাইট কোনটি? | উত্তরঃ উই.বাংলা [উই মোবাইলের ওয়েবসাইট] |
| 12. দিনাজপুরে অবস্থিত ‘নীলসাগর’র পূর্ব নাম কি? | উত্তরঃ বিন্নাদীঘি। |
| 13. ‘মায়ের হাসি’ কি? | উত্তরঃ রূপালী ব্যাংকের ‘শিওর ক্যাশ’-এর মাধ্যমে সারা দেশে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির টাকা দেয়ার সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ। |
| 14. দেশের প্রথম কাঁকড়া হ্যাচারি কোথায় অবস্থিত? | উত্তরঃ শ্যামনগর, সাতক্ষীরা। |
| 15. বঙ্গবন্ধু কত দিন কারাগারে ছিলেন? | উত্তরঃ ৪,৬৮২দিন। [সূত্র: জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী, ৭ মার্চ ২০১৭।] |
| 16. বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে কোন দেশ? | উত্তরঃ ভুটান; ৬ ডিসেম্বর ১৯৭১। [সূত্র: জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী, ২৮ ফেব্রুয়ারি ২০১৭] |
| 17. মার্চ ২০১৭ পর্যন্ত কতটি দেশ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করেছে? | উত্তরঃ ১৫০টি। |
| 18. দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 কনসোর্টিয়ামে সংযুক্ত রয়েছে কতটি দেশ ও টেলিকম অপারেটর ? | উত্তরঃ ১৭টি দেশ ও ১৯টি শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর। |
| 19. Portraits of Courage: A Commander in Chief’s Tribute to America’s Warriors গ্রন্থের লেখক কে? | উত্তরঃ ৪৩তম মার্কিন প্রেজিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। |
| 20. বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম কি? | উত্তরঃ আইবিএমের ‘সাইমন’। ১৬ আগস্ট ১৯৯৪ বাজারে আসে ‘সাইমন’। |
| 21. সর্বাধিক সাবমেরিন রয়েছে কোন দেশের ? | উত্তরঃ যুক্তরাষ্ট্র, ৭৫টি এবং দ্বিতীয় উত্তর কোরিয়া, ৭০টি। |
| 22. THAAD কী? | উত্তরঃ যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা; এর পূর্ণরূপ Terminal High Altitude Area Defense। |
| 23. দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত কবে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে দুর্নীতির দায়ে অপসারণ করে? | উত্তরঃ ১০ মার্চ ২০১৭। |
| 24. হাইড্রোফনিক (Hidrophonic) কী? | উত্তরঃ মাটি ছাড়া ফসল উৎপাদনের একটি পদ্ধতি। |
| 25. ১৫ মার্চ ২০১৭ নিউজিল্যান্ড কোন নদীকে ‘মানবীয় সত্তা’ হিসেবে স্বীকৃতি দিয়ে আইন পাস করে? | উত্তরঃ হোয়াংগানুই (Whanganui) |
| 26. পেপাল (PayPal) কী? | উত্তরঃ অনলাইনে অর্থ লেনদেন করার মাধ্যম। |
| 27. পেপাল কবে, কোন দেশে প্রতিষ্ঠিত হয়? | উত্তরঃ ১৯৯৮ সালে, যুক্তরাষ্ট্র। |
| 28. ব্রাজিলের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? | উত্তরঃ আলভোরাদা। |
| 29. ব্রিটিশ রানী এলিজাবেথের কোড নাম কি? | উত্তরঃ লন্ডন ব্রিজ। |
| 30. বিশ্বে জনসংখ্যা কত ? | উত্তরঃ ৭৩৪.৯৫ কোটি। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬) |
| 31. বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত? | উত্তরঃ ১.২%। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬) |
| 32. জনসংখ্যায় শীর্ষ দেশ? | উত্তরঃ চীন; ১৩৭.৬০ কোটি। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬) |
| 33. জনসংখ্যা বৃদ্ধির হারে শীর্ষে কোন দেশ? | উত্তরঃ ওমান; ৮.৪%। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬) |
| 34. সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি? | উত্তরঃিউত্তর কোরিয়া; ১০০%। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬) |
| 35. সাক্ষরতার হারে সর্বনিম্ন দেশ কোনটি? | উত্তরঃ নাইজার; ১৯.১%। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬) |
| 36. সার্কভুক্ত দেশে স্বাক্ষরতা হারে শীর্ষ দেশ কোনটি? | উত্তরঃ মালদ্বীপ; ৯৯.৩%। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬) |
| 37. বাংলাদেশের যমুনা নদীর বালু রপ্তানি হবে কোন দেশে? | উত্তরঃ সিঙ্গাপুর ও মালদ্বীপ। |
| 38. জাতীয় ‘গণহত্যা দিবস’ কবে? | উত্তরঃ ২৫ মার্চ। |
| 39. বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে? | উত্তরঃ ১২মার্চ ২০১৭। |
| 40. বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয়? | উত্তরঃ ৪১তম। |
| 41. বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত সাবমেরিন দুটির নাম কি? | উত্তরঃ নবযাত্রা ও জয়যাত্রা। |
| 42. বাংলাদেশ প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি? | উত্তরঃ বিএনএস শেখ হাসিনা। |
| 43. বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত? | উত্তরঃ চট্টগ্রাম। |
| 44. নির্বাচন কমিশনের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (NID) কোন দেশ থেকে তৈরি করে আনা হয়? | উত্তরঃ ফ্রান্স। |
| 45. বিশেষ আইনে প্রতিষ্ঠিত কোন ব্যাংকটি তফসিলি বা বাণিজ্যিক ব্যাংকে রূপান্তর হতে যাচ্ছে? | উত্তরঃ প্রবাসী কল্যাণ ব্যাংক। |
| 46. তেল-গ্যাস অনুসন্ধানের জন্য পেট্রোবাংলা বাংলাদেশের সমুদ্রসীমাকে কতটি ব্লকে ভাগ করেছে? | উত্তরঃ ২৬টি। |
| 47. তেল-গ্যাস অনুসন্ধানে গভীর সমুদ্রে ব্লক কয়টি? | উত্তরঃ ১৫টি। |
| 48. তেল-গ্যাস অনুসন্ধানে অগভীর সমুদ্রে ব্লক কতটি? | উত্তরঃ ১১টি। |
| 49. ২০ মার্চ ২০১৭ বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংককে পেপালের (PayPal) কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়? | উত্তরঃ সোনালী ব্যাংক লিমিটেড। |
| 50. বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে? | উত্তরঃ ১ মার্চ ২০১৭। |
| 51. বাংলাদেশ অ্যাক্রোডিটেকশন কাউন্সিল বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে? | উত্তরঃ ৭ মার্চ ২০১৭। |
| 52. বাংলাদেশ শিপিং করপোরেশন বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে? | উত্তরঃ ৮ মার্চ ২০১৭। |
| 53. জাতীয় সংসদে কবে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হয়? | উত্তরঃ ১১ মার্চ ২০১৭। |
| 54. বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থের নাম কী? | উত্তরঃ কারাগারের রোজনামচা |
| 55. ‘কারাগারের রোজনামচা’ অানুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় কবে ? | উত্তরঃ ১৭ মার্চ ২০১৭। |
| 56. ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটি প্রকাশ করে কোন প্রতিষ্ঠান? | উত্তরঃ বাংলা একাডেমি |
| 57. ‘কারাগারে রোজনামচা’ গ্রন্থটিতে বঙ্গন্ধুর কোন সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে? | উত্তরঃ ১৯৬৬-১৯৬৮ সাল। |
| 58. নিজেদের শততম টেস্টে বাংলাদেশ কোন দলের বিপক্ষে খেলে? | উত্তরঃ শ্রীলংকা। |
| 59. বাংলাদেশের শততম টেস্টে ম্যান অব দ্যা ম্যাচ হন কে? | উত্তরঃ তামিম ইকবাল। |
| 60. শততম টেস্টে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান কে? | উত্তরঃ সাকিব আল হাসান। |
| 61. বাংলাদেশের শততম টেস্টটি ক্রিকেট ইতিহাসের কততম টেস্ট? | উত্তরঃ ২২৫৪তম। |
| 62. ২০১৭ সালে যুক্তরাষ্ট্র কোন দেশে ‘থাড’ (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করে? | উত্তরঃ দক্ষিণ কোরিয়া। |
| 63. সুদানের বর্তমান ও ১২তম প্রধানমন্ত্রী কে? | উত্তরঃ বকরি হাসান সালেহ। |
| 64. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোট মিশন কতটি? | উত্তরঃ ৭১টি। |
| 65. বর্তমানে কতটি শান্তিরক্ষা মিশন চালু রয়েছে? | উত্তরঃ ১৬টি |
| 66. বর্তমানে শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? | উত্তরঃ ইথিওপিয়া। |
| 67. শান্তিরক্ষা মিশনে পুলিশ শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? | উত্তরঃ সেনেগাল। |
| 68. বর্তমানে বিশ্বের কতটি দেশে শান্তিরক্ষী কাজ করছে? | উত্তরঃ ১২৬টি। |
| 69. জাতিসংঘের পঞ্চম উপ-মহাসচিব কে? | উত্তরঃ আমিনা মোহাম্মদ। |
| 70. OPCW’র নির্বাহী পর্ষদের ২০তম চেয়ারপারসন নির্বাচিত হন কে? | উত্তরঃ শেখ মোহাম্মদ বেলাল (বাংলাদেশ)। |
| 71. আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংগঠন (IHO)-এর বর্তমান সদস্য দেশ কতটি? | উত্তরঃ ৮৭টি। |
| 72. ১৭ ফেব্রুয়ারি ২০১৭ কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংগঠন (IHO)-এর ৮৭তম সদস্য পদ লাভ করে? | উত্তরঃ ভানুয়াতু। |
| 73. বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? | উত্তরঃ ৭,০৯৯টি |
| 74. সর্বাধিক ভাষার দেশ কোনটি? | উত্তরঃ পাপুয়া নিউগিনি। |
| 75. পাপুয়া নিউগিনিতে মোট কতটি ভাষা রয়েছে? | উত্তরঃ ৮৪০টি। |
| 76. বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? | উত্তরঃ চৈনিক। |
| 77. বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম? | উত্তরঃ ষষ্ঠ। |
| 78. মানব উন্নয়নে শীর্ষ দেশ কোনটি? | উত্তরঃ নরওয়ে। |
| 79. মানব উন্নয়নে সর্বনিম্ন দেশ কোনটি? | উত্তরঃ মধ্য আফ্রিকান প্রজতন্ত্র। |
| 80. মানব উন্নয়নে বাংলাদেশের অবস্থান কততম? | উত্তরঃ ১৩৯তম। |
| 81. গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? | উত্তরঃ জাপান। |
| 82. গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? | উত্তরঃ সোয়াজিল্যান্ড। |
| 83. মাথাপিছু আয়ে শীর্ষে দেশ কোনটি? | উত্তরঃ কাতার। |
| 84. মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? | উত্তরঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। |
| 85. সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? | উত্তরঃ শ্রীলংকা। |
| 86. সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? | উত্তরঃ মালদ্বীপ। |