গতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2461
24601. প্রসঙ্গ কাঠামো হলো –
- দৃঢ় বস্তু
- দৃঢ় বিন্দু
- নড়নক্ষম বস্তু
- যেকোনো বস্তু
24602. নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত?
- 98 ms-1
- 9.8 ms-1
- 0
- -9.8 ms-1
24603. ট্রেনের যাত্রীর কাছে বাইরের গাছপালা গতিশীল মনে হয় কেন?
- অবস্থানের পরিবর্তন ঘটে বলে
- সময়ের পরিবর্তন ঘটে বলে
- চোখের দৃষ্টিভ্রমের কারণে
- দিকের পরিবর্তন ঘটে বলে
24604. বেগের সংজ্ঞা সম্পর্কিত ধারণা হলো –
- সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হার
- সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমান্তিক মান
- সময়ের সাপেক্ষে অবস্থান ভেক্টরের বৃদ্ধির হার
A,B,C
24605. সময়ের সাথে বস্তুর অসমবেগের বৃদ্ধির হারকে কী বলে?
- ত্বরণ
- মন্দন
- সুষম ত্বরণ
- অসম ত্বরণ
24606. রাশিকে প্রকাশ করা হয় –
- শুধু মান দিয়ে
- শুধু দিক দিয়ে
- মান ও দিক দিয়ে
A,C
24607. একটি স্থির মার্বেলকে সজোরে আঘাত করায় মার্বেলটিতে 4 ms-2 ত্বরণের সৃষ্টি হলো। মার্বেলটি 12 m দূরত্বে গিয়ে থেমে গেলে মার্বেলটির শেষবেগ হবে –
- 9.8 ms-1
- 0
- 35.28 kmh-1
A,C
24608. নিচের তথ্যগুলো লক্ষ কর:
- suvat এর তিনটি জানা থাকলে বাকি দুটি বের করা হয়
- গতির সমীকরণ চারটি
- চারটি সমীকরণের প্রত্যেকটিতে চারটিত করে রাশি আছে
A,B,C
24609. যেসকল ভৌত রাশির শুধু মান আছে তাদেরকে বলা হয় –
- দিক রাশি
- ভেক্টর রাশি
- স্কেলার রাশি
- পূর্ণ রাশি
24610. একটি বস্তু একটি স্থান থেকে 4m সোজা দক্ষিণ দিকে গিয়ে সেখান থেকে সোজা পশ্চিমে 3m অতিক্রম করল। বস্তুটির দূরত্ব ও সরণের পার্থক্য কত?
- 2m
- 3m
- 4m
- 5m
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "গতি - এসএসসি-পদার্থ বিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2461"