গণতন্ত্রে-রাজনৈতিক-দল-ও-নির্বাচন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1626
16251. জাসদ কোন আদর্শে বিশ্বাসী?
- গণতান্ত্রিক
- সমাজতান্ত্রিক
- ধর্মভিত্তিক
- নিয়মতান্ত্রিক
16252. রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?
- বিপ্লবের মাধ্যমে সমাজ পরিবর্তন
- নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন
- রাষ্ট্রীয় অর্থনীতিকে শক্তিশালীকরণ
- ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ
16253. সৌদি আরবের শাসন ব্যবস্থা কীরূপ?
- গণতান্ত্রিক
- সমাজতান্ত্রিক
- ধনতান্ত্রিক
- রাজতান্ত্রিক
16254. রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে –
- নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা
- নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন করা
- রাজনৈতিক অস্থিতিশীলতা বন্ধ করা
A,B
16255. উক্ত সংস্থার কাজগুলো হলো –
- নির্বাচন ব্যবস্থার সংগঠন
- নির্বাচনি বিধিবিধান নির্ধারণ
- নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ
A,B,C
16256. সোহানার বাবা ব্যতীত সংস্থাটির অন্যান্য সদস্য নির্বাচিত হন –
- প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক
- রাষ্ট্রপতি কর্তৃক
- প্রধান বিচারপতি কর্তৃক
A,B
16257. কোন পন্থি কমিউনিস্টদের কয়েকটি অংশ মিলিত হয়ে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি গঠিত হয়েছে?
- ভারত
- পাকিস্তান
- মিয়ানমার
- চীন
16258. জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয় কখন?
- ১ ডিসেম্বর ১৯৮৫
- ১ জানুয়ারি ১৯৮৬
- ১ ফেব্রুয়ারি ১৯৮৭
- ১ মার্চ ১৯৮৮
16259. কোন কোন দেশের কমিউনিস্ট পার্টির ধারায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছে?
- আফগানিস্তান ও ভারত
- চীন ও মায়নমার
- নেপাল ও থাইল্যান্ড
- ভারত ও পাকিস্তান
16260. রাজনৈতিক দল নির্বাচন সংক্রান্ত যেসব কাজ করে থাকে –
- নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি
- প্রার্থী মনোনয়ন ও নির্বাচনে দলীয় কর্মসূচি প্রণয়ন
- নির্বাচনি প্রচার ও ভোট গ্রহণ
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "গণতন্ত্রে-রাজনৈতিক-দল-ও-নির্বাচন - এসএসসি-পৌরনীতি-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1626"