এইচএসসি – জীব বিজ্ঞান – ১ম পত্র – অধ্যায় ০৩ – কোষ রসায়ন Part 1
? কোষ রসায়নঃ
কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। কোষে জীবন ধারনের সব উপাদান তৈরী হয়। উদ্ভিদের জীবন গঠন ও জীবন ধরণের জন্য রাসায়নিক পদার্থের প্রয়োজন।বিজ্ঞানের যে শাখায় কোষস্থ বিভিন্ন জৈব রাসায়নিক উপাদানগুলোর বর্ননা,পঠন-পাঠন ও গবেষণা করা হয় তাকে জৈব রসায়ন বলে.দেহের প্রায় ৬০-৯০ অংশ হলো পানি।১৭ টি মৌলিক উপাদান যেমন, C,H,O,N,P,K,Ca,Mg,Fe,Na,Cl,Mn,B,S,Mo,Cu,Zn মাইল সৃষ্টি করেছে অসংখ্য জৈব উপাদান। জীব দেহের প্রধান জৈব পদার্থ হলো কার্বোহাইড্রেট,লিপিড, প্রোটিন এবং নিউক্লিক এসিড।অজৈব পদার্থের মধ্যে প্রধান পানি।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://HOSTbelt.com/
লাইভ কোর্স অফারঃ https://eshikhon.com/pro-offer/
0 responses on "এইচএসসি জীব বিজ্ঞান ১ম পত্র- কোষ রসায়ন"