- আমি এক বোতল পানি কিনতে চাই—I’d like to buy a bottle of water, please.
- আমি একটি টেলিফোন কার্ড কিনতে চাই—I’d like to buy a phone card please.
- আমি কিছু কিনতে চাই—I’d like to buy something.
- আমি যুক্তরাষ্ট্র্রে ফোন করতে চাই—I’d like to call the United States.
- আমি ৫ম স্ট্রিট রেস্তোরায় খেতে চাই—I’d like to eat at 5th street restaurant.
- আমি এটা ডলারে ভাঙ্গাতে চাই—I’d like to exchange this for Dollars.
- আমি হাঁটতে যেতে চাই—I’d like to go for a walk.
- আমি বাড়ি যেতে চাই—I’d like to go home.
- আমি কেনাকাটা করতে যেতে চাই—I’d like to go shopping.
- আমি স্টোরে যেতে চাই—I’d like to go to the store.
- আমি একটি টেলিফোনন করতে চাই—I’d like to make a phone call.
- আমি অগ্রিম বরাদ্দ দিতে চাই—I’d like to make a reservation.
- আমরা ছেট বেলা থেকেই ইংরেজী শিখছি — We have been learning English since our childhood.
- আমি কাজটি করিয়েছি — I have got the work done.
- আমি তোমাকে খাওয়াই — I feed you.
- আমি তাকে দিয়ে চিঠি লিখলাম — I had the letter written by him.
- আমি একটি পাখি দেখছি — I see a bird.
- আমি আজ জ্বর জ্বর বোধ করছি — I feel feverish today.
- আমার তিন জোড়া জুতা আছে — I have three pair of shoes.
- প্রথমে আমিই তোমাকে সাহায্য করেছিলাম — It was I who help you first.
- এটি কিভাবে করতে হয় আমি তা জানি — I know how to do it.
- আমরা অলস লোকদের পছন্দ করি না — We do not like idle people.
- আমি তাকে বুঝাতে চেষ্টা করবো — I will try to make him understand.
- আমি যদি তার নামটি জানতাম ! — Had I known his name before.
- আমার যদি পাখির মত ডানা থাকতো !— Had I the wings of bird!
- আমি রাতে একটি মধুর সপ্ন দেখেছি — I dreamt a sweet dream last night.
- আমি এ থেকে কিছুই বুঝলাম না — I can make neither head nor tail of it.
- আমি তাকে অনেক দিন থেকে চিনি — I know him for a long time.
- আমি তাকে বুঝাতে চেষ্টা করবো — I will try to make him understand.
- আমি তার কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম — I was surprised to hear his word.
- আমি চেষ্টার কোন ত্রুটি করিনি — I left no stone unturned.
- আমি তাকে জিজ্ঞেস করলাম সে আমাকে চিনে কি না ? — I asked him if he had known me.
- ঐ কারনে আমি অবশ্যই তোমার সঙ্গ ত্যাগ করবো — On that question I must part company with you.
- গল্পটি অতি সংক্ষেপে বললাম — I told the story briefly.
- পূর্বদিকে ঘুরেই আমি বাড়িটি খুজে পেয়েছিলাম — Walking towards the east I found the house.
- আমার ঘরিটি ঠিক সময় দেয় — My watch goes right.
- এই লেনদেনে আমি টাকাকরি বিহীন হয়ে পড়েছি — I am out of pocket by the transaction.
- গাড়িগুলো আমেরিকার তৈরি—The cars are American.
- খাবার খুবই মজাদার ছিল—The food was delicious.
- বিমানটা ৫টা ৩০ মিনিটে ছাড়বে—The plane departs at 5:30P.
- রাস্তাটি পিছলা—The roads are slippery.
- টেলিভিশনটি ভেঙ্গে গেছে—The TV is broken.
- সারাদিন—The whole day.
- এখানে অনেক মানুষ আছে—There are many people here.
- ফ্রিজের মধ্যে কিছু আপেল আছে—There are some apples in the refrigerator.
- টেবিলের উপরে কিছু বই আছে—There are some books on the table.
- এখানে একটি গাড়ি দূর্ঘটনা ঘটেছে—There has been a car accident.
- টেবিলের নিচে একটি বই আছে—There’s a book under the table.
- কাছেই একটি রেস্তোরা আছে—There’s a restaurant near here.
- ওখানে একটি রেস্তোরা আছে কিন্তু আমারমনে হয় সেটা খুব ভালো নয়—There’s a restaurant over there, but I don’t think it’s very good.
- এখনো অনেক সময় আছে—There’s plenty of time.
- এই বই গুলো আমাদের—These books are ours.
- আমারও তাই মনে হয়—It seems to me, as well…
- আজ আর বসছি না—I,m not sitting any longer today…
- বিশ্বাস কর, আমি জানি না— Believe me, I don’t know…
- বাইরে এখন প্রচন্ড ঠান্ডা— It’s severe cold outside…
- তাঁকে ফোন কর— Do phone him…
- এতোটা চিন্তার কিছু নেই…— Nothing to worry about…
- ভাবতেও ভয় হচ্ছে…—It’s even awful to think about…
- না ভেবে কিছু বল না…— Don’t say without thinking…
- আসতে কোন সমস্যা হয়নি তো?— Did you find it easy?
- কিভাবে একথা বলতে পারলে?— How could you say that?
- এটা ভাল দেখায় না…— It doesn’t look fair…
- এখন ঘুমাবার সময়…—Time to sleep now…
- বইগুলো দামী—The books are expensive.
- গাড়িটি মেরামত করা হয়েছে—The car is fixed.
- গাড়িগুলো আমেরিকার তৈরি—The cars are American.
- খাবার খুবই মজাদার ছিল—The food was delicious.
- বিমানটা ৫টা ৩০ মিনিটে ছাড়বে—The plane departs at 5:30P.
- রাস্তাটি পিছলা—The roads are slippery.
- টেলিভিশনটি ভেঙ্গে গেছে—The TV is broken.
- সারাদিন—The whole day
- তুমি যদি আর বেশি কথা বল তবে আমি তোমাকে থাপ্পড় মারব।—If you speak any more, I’ll slap you.
- আমি যদি সুযোগ পাই তবে মুক্তাকে ফোন করব।—If I have a chance, I’ll call Mukta.
- শিরিন যদি সুখী হয়, তাহলে আমি সুখী হব।—If Shireen is happy, I’ll be happy.
- আমি যদি সেখানে যাই তাহলে তোমার সাথে দেখা করব।—If I go there, I’ll meet you.
- যদি বৃষ্টি হয় তাহলে আমরা সেখানে যাব না।—If it rains, we will not go there.
- সাবধানে গাড়ি চালান—Be careful driving.
- সাবধান থাকবেন—Be careful.
- শব্দ করোনা—Be quiet.
- ব্যাংকের পেছনে—Behind the bank.
- অনুগ্রহ করে আমার শার্টটা এনে দাও—Bring me my shirt please.
- ব্যবসা ভালো যাচ্ছে—Business is good.
- আপনাকে আমার খুব পছন্দ।—I like you very much.
- আমার পছন্দ দেশে তৈরি জিনিস।—I like domestic products.
- এ সুখটা আমি সারাজীবন রাখতে চাই।—I want to keep this happiness forever.
- সে আর এখানে আসে না— He does not come here any more.
- ধনী লোকেরাই সুখী— The rich alone are happy –
- আমার ধন্যবাদ গ্রহণ কর— Please accept my thanks-
- চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছিল।— I had a wonderful experienc.
- আমি চাকরি ছেড়ে দিয়েছি।— I have quitted my job.
- আমাকে নির্ধারিত তারিখ দাও।— Give me a fixed date.
- আমি বহিস্কার করছি— I’m fired.
- আমাকে সঠিক কিছু সমাধান দাও।— Give me some perfect solution.
- এখন বিদায় হও।— Be off now.
- এখানে দাঁড়াও।— Stay here.
- আমাকে কাজ করতে দাও।—Let me work.
- আমাকে দেখতে দাও। — Let me see
- দেখ!— Watch that!
- নড়েছ কি মরেছ।— You will move and die.
- এত সন্দেহ করো না।— Don’t be so fishy.
- তোমার কথা বল।— Have your say.
- কিছু বল, চুপ করে থেকো না।— Say something, don’t be quite.
- আমার কিছু বলার নেই।— I have nothing to say.
- আমার চোখে বালু গেছে।— I have grit in my eyes.
- যদি কিছু ঘটে আমি আটকে যাব।— If anything happen I will be at the sharp end.
- আমি ওই ঝামেলায় নিজেকে জড়াইনি।— I don’t get myself involved in the hassle.
- ঘষা দিও না।— Don’t dab.
- সে আমার চুলে হাত বুলিয়ে দিল।— He stroked my hair.
- চোখের বাইরে থাকা আর মনের বাইরে থাকা।— Out of sight is out of mind.
- তুমি আমাকে আর ভালোবাসো না।— You do not love me anymore.
- আমি আমার হৃদয়ে অনুভব করতে পারি।— I can feel in my heart.
- আমি তোমাকে আর সহ্য করতে পারছিনা।— I can’t stand you anymore.
- একটা কথা বলবে তো মরবে।— Say a word and you will die.
- তুমি আমার কথায় কর্ণপাত করনি— You paid no heed to my words.
- তবে তাই হোক।— So be it.
- আমার জন্য একটা ভালো ফোন কিনো।— Get a good phone for me.
- এখানেই আমাকে আটকে দিয়েছো তুমি।— You got me there.
- কীভাবে করবো দেখাও।— Show me how.
- এটা খুবই লাভজনক।— It is quite lucrative.
- এ বিষয়ে আমার কোন ধারণা নেই।— I have no knowledge on that.
- এটার কোন মানে নেই।— It makes no sense.
- গাছটিতে ফুল ধরেছে — The tree is in flower.
- গ্রীস্ম তার খরতাপ নিয়ে আসে — summer comes by his scorching heat.
- আজ খুব গরম।—It is very hot today.
- গরমে মাথা ঘুরছে।—I am feeling giddy on account of the heat.
- আজকাল ঢাকায় ভীষন গরম পড়ছে।—It is bitterly hot in Dhaka these days.
- গরমদিন বেড়েই চলছে।—It is getting hot day by day.
- আকাশ মেঘে ঢেকে আছে।—The sky is overcast.
- সকালে পখিরা কিচিরমিচির করে — Birds twitter at down.
- সেই কনকনে শীতে আমি কাঁপিতে লাগিলাম — I began to tremble in that biting cold.
- বর্ষা আরম্ভ হয়েছে — The rain have set up.
- আকাশ মেঘাচ্ছন্ন — The sky is overcast with clouds.
- আকাশে মেঘ জমেছে — Clouds have gathered in the sky.
- গ্রামখানি মেঘে ঢাকা — The village is covered by the clouds.
- সকাল থেকে বৃষ্টি হচ্ছে — It has been raining since morning.
- সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে — It has been drizzling since morning.
- গত সন্ধা থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে — It has been raining cats and dogs since last evening.
- মুষল ধারে বৃষ্টি হচ্ছে — It is raining cats & dogs. / It rain cats and dog. / It is raining in torrents.
- ঝমঝম করে বৃষ্টি আসল — The rain came down in torrents.
- এই বছর খুব শীত পড়েছে — It is very cold in this year.
- এ বছর হাড় কাঁপানো শীত পড়েছে — It is bitter cold in this year.
- আকাশ কি নীল ! — How blue the sky is!
- গাছটিতে ফুল ধরেছে — The tree is in flower.
- দৃশ্যটি অতি মনোরম — The scenery is very charming.
- বাঁশের পাতাগুলো কাঁপছে — The leaves of the bamboo were trembling.
- বন্দুক তাক না করতেই পাখিটা উড়ে গেল — No sooner had he aimed at the bird than it flew away.
- স্কুল পুরোদমে চলছে।—The school is in full swing.
- সে আইন আর চলে না।—That law is no more in force.
- দ্বিতীয় লাইনটা কেটে দাও।—Pen through the second line.
- তার নাম কাটা গেল।—His name has been struck off.
- তিনি বড় কষ্টে সময় কাটাচ্ছেন।—He is having a very hard time.
- আগুন জ্বলে উঠেছে।—The fire has blazed up.
- তুমি কোথায় থাক।—Where do you put up
- এ বিষয়ে মতভেদ আছে।—Opinions differ on this subject.
- এ বাড়ীটি ভাড়া দেয়া হবে।—The house is to let.
- টাকাটি পরিশোধ করতে হবে।—The money has to be paid.
- দরিদ্রদের সাহায্য করতে হবে।—The poor have to be helped.
- রেডিওটি মেরামত করতে হবে।—The radio has to be repaired.
- শিক্ষদের সম্মান করতে হবে।—Teachers have to be respected.
- চিঠিটা সংশোধন করতে হবে।—The letter has to be corrected.
- তাড়াতাড়ি !—Hurry!
- ফালতু একটা বিষয় নিয়ে এত মাতামাতি—It’s a gnashing over a trifling matter.
- কি হয়েছে এখানে?—What’s happened here?
- দয়া করে কাউকে বলোনা।—Please don’t disclose.
- বাদ দাও তো এসব কথা।—Leave these matter.
- টেবিলটা গোছাও—Tidy up the table.
- দুঃখিত আমি ভুল নস্বরে ফোন করেছি—Sorry, I think I have the wrong number.
- আমার জন্য একজন ওসব করে—Someone does that for me.
- কে যেন আসছে—Someone is coming.
- আমি কখোনো রাত ১১টা আবার কখোনো ১১ টা ৩০ মিনিটে ঘুমাতে যাই—Sometimes I go to sleep at 11PM, sometimes at 11:30PM.
- আমি দুঃখিত তোমাকে বিরক্ত করতে এসেছি—Sorry to bother you.
- দুঃখিত আমি পরিস্কার শুনতে পাইনি—Sorry, I didn’t hear clearly.
- দুঃখিত আমার পেন্সিল নাই—Sorry, I don’t have a pencil.
- আমি তোমাকে ছেড়ে যাব না।—I’m not gonna leave you.
- সে সারা জীবনের জন্য আমার।—She is forever mine.
- আমি শুধু তোমারই।—I’m all yours.
- শোনো আমি তোমাকে নিয়ে কি কি স্বপ্ন দেখি।—Let me tell you what I dreamt of you.
- আমি তোমাকে আমার করে নেব।—I’ll make you mine.
- তোমাকে না পেলে আমি পাগল হয়ে যাব।—I’ll be mad if I don’t get you.
- উনি আমার কেউ হন না।—He is none to me.
- না ভেবে কিছু বলো না।—Don’t say anything without thinking.
- এ বিষয়ে তোমার কিছু বলার আছে?—Do you have anything to say about it?
- এতোটা চিন্তার কিছু নেই।—Nothing to worry about.
- ওরকম কিছু একটা হবে।—That sort of.
- আশা করি তুমি চিঠি লিখবে। — Hope to hear from you.
- সাবধানের মার নেই।—Better safe than sorry.
- একজন মানুষ নিজেকে আরও ওপরে তুলে নেওয়ার জন্য পরিশ্রম করতে কখনো ক্লান্তিবোধ করেন না।—A person never tires in the effort to progress.
- গ্রীষ্মকালীন প্রচন্ড গরম তাপমাত্রা এর জন্য দায়ী৷—Serious summer temperatures are responsible for this.
- আমরা সবাই জানি যে পানির কোনো রং নেই।—We all know that water is colorless.
- পোশাক ব্যক্তিত্বের পরিচায়ক।—Dress speaks for personality.
- এবার ফেরার পালা ।—Now is the time to go back.
- বসে থেকে লাভ নাই ।—There is no use lingering.
- মুখে অনেক কিছুই বলা যায়। কাজ করে দেখানো অনেক শক্ত।—It is easy to say anything, but difficult to put into action.
- হুট করেই একজন নেতা বানানো যায় না।—Do not rush to make a leader.
- বনের চারদিকে সবুজ ছাড়া আর কিছুই চোখে পড়ে না।—Nothing except the green can be found around the forest.
- শীত যাই যাই করছে।—Winter is about to be over.
- তাঁর আশঙ্কাই সত্য হয়েছিল।—His fears became true.
- বই উপহার দিলে খুশি হয়, এমন প্রেমিকা পাওয়া যেকোনো পুরুষর জন্য সত্যিই ভাগ্যের ব্যাপার৷—It is matter of luck for a man to have a girlfriend who likes to get book as a gift.
- হুমকির মুখে পড়বে মানবজাতি৷—Mankind will be threatened.
- বিচ ক্যাফেতে পাওয়া যাবে সমুদ্রের আবেশ।—An ambience of ocean can be found in the Beach Café.
- আসলে ব্যাপারটা উল্টো।— Converse is the case.
- আমিও এইরকম ভাবি।— I feel the same way.
- এটা আমার জন্য হতাশাজনক।— It’s a let down for me.
- চিন্তা করে কথা বল।— Talk sense.
- এতে লেগে থাকো, তুমি উন্নতি করবে।— Keep at it, you will win.
- তার এটা বলা উচিত হয়নি।— He shouldn’t say it
- ভাবিয়া করিও কাজ।—Look before you leap.
- তোমার উচিত ছিল তার সাথে দেখা করা। — You should have met him.
- ঘরটি পরিস্কার করা দরকার। — The house needs to be cleaned.
- এটা তোমাকে ছাড়বে না।— It won’t let you go.
- নৌকাটা ডুববে না।— The boat won’t sink.
- সে আজ নাও আসতে পারে।— He might not come today.
- বড়দের উপেক্ষা করা তোমার উচিত না।— You oughtn’t neglect your elder.
- আবেগ দমন করো।— Curb your feelings.
- আমি সুযোগের অপেক্ষায় আছি।— I’m bidding the time.
- সে হচ্ছে সুসময়ের বন্ধু।— He is a fair weather friend.
- গলাকাটা দাম/দিনদুপুরে ডাকাতি— It’s a day light rubbery.
- তাকে আমরা একটা শিক্ষা দেব।— We will teach him a lesson.
- তুমি আমাকে ভুল বুঝেছো।— You misinterpreted my words.
- এক পাশে সরে দাঁড়াও।— Move aside.
- একটা কথাও বলবে না।— Don’t say a word.
- তুমি ভুল করছো।— You stand on the wrong ground.
- যা করেছি তার জন্য আমি অনুশোচনা করি।— I repent what I have done.
- তার উপর কি ভয়ানক আঘাত!— What a terrific blow on him.
- তাকে বলতে দাও।— Let him say.
- তাকে বকবক করতে দাও।— Let him babble.
- সাবধান!— Watch out!
- আমাকে বাড়ীতে যেতে হবে এখন।— I gotta go home now.
- চুপ করো।— Keep quiet.
- একটু দাঁড়াও প্লিজ।— One moment please.
- আমি তোমার কাছে কৃতজ্ঞ।—I owe you.
- সে আমাকে পাগল করে দিয়েছে। — He turned me mad.
- সাবধান! — Beware!
- শীঘ্রই সেরে যাবে। — It will be better soon.
- আমি একটা নতুন বই খুঁজছি। — I’m looking for a new book.
- এগুলো সবুজ — These are green.
- ইহা একটি একমুখো রাস্তা — It is a one way road.
- ঠিক ঠিক উত্তরা দাও — Answer to the point.
- ময়না সুন্দর পাখি — The Mayna is pretty/ beautiful/lovely bird.
- গরু নিরীহ প্রাণী — The cow is a humble animal.
- আমি ইত্তেফাক পড়ি — I read the Ittefaq.
- এখন সাড়ে চারটা — Now it is half past four.
- চাঁদ উঠেছে — The moon is up.
- দিন শেষ হয়েছে — The day is over.
- আটটা বেজেছে — It is 8.00 o’clock.
- আপনি যদি একটু এইদিকে নজর দেন।—May I have your attention please.
- দেরি হওয়ার জন্য মাফ চাইছি। — I’m sorry. I got little late.
- ভুল হয়ে গেছে। মাফ করবেন। — It was all by mistake. Please excuse me.
- একটু সরে বসবেন? — Will you please move….
- আমাকে লজ্জা দিও না। — Do not put me in shame.
- আমার এখনি যেতে হবে — I need to go now.
- আমার ইংরেজী অনুশীলন করা দরকার—I need to practice my English.
- আমার কাছে মাত্র ৫ ডলার আছে—I only have 5 dollars.
- আমি হাল্কা কিছু খাবার চাই—I only want a snack.
- আমার মনে আছে—I remember.
- আমি খুব কমই ইংরেজীতে বলতে পারি—I speak a little English.
- আমি দুটো ভাষায় বলতে পারি—I speak two languages.
- আমার এখনো অনেক কিছু কিনতে হবে—I still have a lot of things to buy.
- আমার এখনো অনেক কিছু করতে হবে—I still have a lot to do.
- আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি—I still haven’t decided.
- ঘরে একটু আরাম পাওয়া গেলেও ঘরের বাইরে বেশ গরম পড়ে গেছে।
—Though a little comfort is found in the house, it is getting very hot outside the house. - শস্যের ফলন ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে৷—Crops have been damaged extensively.
- চলো আমরা বাগানে যাই — Let us go to the garden.
- আমগুলি ঝুড়িতে রাখো — Put the mangoes into the basket.
- স্টিমারটি কখন ছাড়বে ? — When will the steamer start?
- সিংহ পশুদের রাজা — The lion is the king of beasts.
- তাকে আন্দামান পাঠানো হল — He was sent to the Andamans.
- যত বেশি পড়িবে তত বেশি শিখিতে পাড়িবে — The more you read the more you will learn.
- যত বেশি কাজ করি তত বেশি আমার আনন্দ হয় — The more I work the more joyous I feel.
- যত তাড়াতাডি হয় , ততই ভালো — The sooner the better.
- তুমি সন্দেহ প্রবন।—You are a sceptical
- তোমাকে এত খুশি খুশি লাগছে কেন আজ?—Why are you so up today?
- তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেন?—Why you look so down?
- খাবার গরম, ফুঁ দিয়ে খাও।—The food is hot, blow it cool.
- আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ তুমি।—You are hiding something back from me.
- আমি এখনো দুপুরের খাবার খাইনি—I haven’t had lunch yet.
- আমার কাপড় ধুতে হবে—I have to wash my clothes.
- আমি সেখানে ছিলামনা—I haven’t been there.
- আমার খাওয়া শেষ হয়নি—I haven’t finished eating.
- আমি আশা করছি তোমার এবং তোমার স্ত্রীর ভালো ভ্রমণ হবে—I hope you and your wife have a nice trip.
- আমি তা জানি—I know that.
- আমি ইটালিয়ান খাবার পছন্দ করি—I like Italian food.
- আমি টিভি দেখতে পছন্দ করি—I like to watch TV.
- ঠিক এ মুহুর্ত্তে আমার সময় নাই—I don’t have time right now.
- এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি জানিনা—I don’t know how to use it.
- আমার ভালো লাগছেনা—I don’t feel well.
- আমার কোন বান্ধবি নাই—I don’t have any girlfriend.
- আমার কাছে একটাও টাকা নাই—I don’t have any money.
- আমার যথেষ্ট টাকা নাই—I don’t have enough money.
- আমি তাকে পছন্দ করিনা—I don’t like him.
- আমি কিছু মনে করিনা।—I don’t mind.
- অল্পের জন্য বেঁচে গেছি।—I was narrowly escaped.
- এরকম মাঝে মাঝে ঘটে।—It happens sometimes.
- সে ভালো রেজাল্ট করেছে।—He scored good result.
- তোমার ছেলের ব্যপারে যত্নবান হও।—Be sincere about your son.
- আমি বরং যাই।—I better be off.
- তোমার যেভাবে ইচ্ছা সেভাবে কর।—Have it your way.
- আমরা এটা খুব পছন্দ করি—We like it very much.
- আমি এখানে প্রথমবার এসেছি—This is the first time I’ve been here.
- তুমি কি সিনেমা হলে যাও? — So you go to the theatre?
- না, সেখানে পরিবেশ নেই. — No, there is no environment.
- আমি সিনেমা হলে মাসে একবার যাই। — I go to the theatre once in a month.
- তাহলে বলতে পারি তুমি একজন নিয়মিত দর্শক। — Then I must say you are a regular viewer.
- ঠিক তা নয়, আমি যাই যখন ভাল কোন ছবি বের হয়। — Not actually, I go when a good movie is released.
- তোমার মুখে ফুলচন্দন ফুটুক। — Blessed be your tongue
- তোমার কোন চালাকি চলবে না। — None of your little games
- কোনরকম। — So far, so good
- দেখা হবে। — See you around
- সে চিরকালের জন্য চলে গেছে। — He has gone for forgood
- তোমার রাগ নিয়ন্ত্রন করা উচিৎ। — You must try to bridle your temper
- এককথা বারবার বলনাতো। — Do not harp on the same thing
- আমার অনুমান.. — I guess..
- আমার মনে হচ্ছে… — I think…
- আমি বলব যে… — I’d say…
- আমি এ কথা বিশ্বাস করি না আবার না করে পারি না যে… — I can’t but believe that…
- ব্যক্তিগতভাবে আমার মনে হয়… — I personally think…
- আমার দৃঢ় বিশ্বাস… — I strongly believe…
- সে জানতে চায় তুমি কখন আসবে — She wants to know when you’re coming.
- আগামীকাল সে আমার সাথে যাচ্ছে — She’s going with me tomorrow.
- সে আমার চেয়ে বয়সে বড় — She’s older than me.
- আমাকে একাই করতে দাও। — Let me do it myself.
- মেয়াটা সুন্দর — The girl is nice.
- মেয়েটা বেশ সুন্দর — The girl is pretty nice.
- মেয়েটা বেশ সুন্দর তো — The girl is pretty nice,i see.
- সে তার প্রেমে পড়ে গিয়েছে — He Fell in love with her.
- সে সত্যি সত্যি তার প্রেমে পড়ে গিয়েছিল — He actually fell in love..
- আপনি ভালো তো জগৎ ভালো -To the pure all things are pure.
- লোকটি মরমর হয়েছে -The man is about to die.
- যতই পড়িবে ততই শিখিবে -The more you read, the more you learn.
- বৃষ্টি থামার সাথে সাথে তারা বাহিরে গেল। -Hardly had the rain stopped they went out.
- আজ খুব ঠান্ডা, তাই না -It is very cold today, isn’t it?.”
আরও পড়ুনঃ-
কিছু প্রয়োজনীয় ইংরেজি অনুবাদ বা ট্রান্সলেশন ParT-02
1 responses on "কিছু প্রয়োজনীয় ইংরেজি অনুবাদ বা ট্রান্সলেশন - ParT-01"