কর্মমুখী-রসায়ন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 815
8141. উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ কোনটি?
- সোডিয়াম এসিটেট
- সোডিয়াম মনো স্টিয়ারেট
- সাবান
- সোডিয়াম লরাইল সালফেট
8142. টয়লেট ক্লিনারের মূল পরিষ্কারক-
- সোডিয়াম অক্সাইড
- পটাসিয়াম হাইড্রোঅক্সাইড
- সোডিয়াম হাইড্রোক্সাইড
- ফসফরাস
8143. ঝাল আচার তৈরিতে ফলের টুকরোয় লবণ মেশানোর সময় কোনটির গুঁড়া মেশানো হয়?
- মরিচের গুঁড়া
- হলুদের গুঁড়া
- ধনে গুঁড়া
- কালোজিরা গুঁড়া
8144. নিচের কোন মাধ্যমে সাবান ক্রিম্টালয়েড?
- পানি
- বেনজিন
- ইথানল
- ফর্মালিন
8145. অ্যালকোহলের জারণে কম অক্সিজেন ব্যবহার হলে কোনটি তৈরি হয়?
- ইথেন
- ইথান্যাল
- পানি
- ইথার
8146. সাসপেনসনে কঠিন পদার্থের ব্যাস কত এর বেশি?
- 1mm
- 1nm
- 1μm
- 1pm.
8147. ক্যানিং করার সময় তাপের প্রবেশ কোনটির উপর নির্ভর করে?
- পাত্রের আকার
- পাত্রের তাপমাত্রা
- পাত্রের উপাদান
- পাত্রের ধর্ম
8148. প্রোপানোয়েট জাতীয় সংরক্ষক কোন ধরনের pH এ অধিক কার্যকর?
- 6
- 6 এর কম
- 6 এর বেশি
- সর্বোচ্চ pH
8149. লিপস্টিকের তরলভাব সৃষ্টি করে কোনটি?
- ক্যাস্টর তেল
- অক্টাইল পামিটেড
- মাইক্রোক্রিস্টালাইন
- সিরাসিন
8150. কস্টিক সোডা-
- তীব্র পরিষ্কারক
- টাইলসের ক্ষতি করে না
- টয়লেটের গন্ধ দূর করে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "কর্মমুখী-রসায়ন - এইচএসসি-রসায়ন ১মপত্র-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 815"