কম্পিউটার-তথ্যপ্রযুক্তি-এবং-আমাদের-বাংলাদেশ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2135
21341. কম্পিউটার কথাটির অর্থ কী?
- হিসাব করা
- অংক
- সংখ্যা
- পরিমাণ
21342. কোনটিকে কাজে লাগানোর জন্য অ্যাডা লাভলেস প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসেন?
- এনালির্টিক্যাল ইঞ্জিন
- ডিফারেন্স ইঞ্জিন
- রেডিও
- ই-মেইল
21343. Twitter কি?
- সামাজিক যোগাযোগের ওয়েবসাইট
- ই-মেইল এড্রেস
- ই-লার্নিং
- মোবাইল এপ্লিকেশন
21344. ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম –
- এর মাধ্যমে দ্রুত ও কম খরচে টাক পাঠানো যায়
- এর সংক্ষিপ্ত রূপ এমটিএস
- দেশের প্রায় সকল ডাকঘরে এই সেবা পাওয়া যায়
A,B,C
21345. শ্রেণিকক্ষে এবং পাশাপাশি ঘরে বসে কীভাবে সহজ উপায়ে শিক্ষা লাভ করা যায়?
- পাঠ্যবই
- রেফারেন্স বই এর সাহায্যেশ্রেণি শিক্ষক ও গৃহ শিক্ষকের সহায়তায়
- শিক্ষামূলক মাল্টিমিডিয়া সিডি এর সাহায্যে
- লাইব্রেরিতে গিয়ে
21346. তথ্য ও যোগাযোগের প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের নিমিত্তে যেটি কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান প্রদান করে তাকে কী বলে?
- ইন্টারনেট
- সামাজিক যোগাযোগ
- ই-কর্মাস
- ই-লার্নিং
21347. নিচের কোনটি শিক্ষাত্রের আধুনিক পদ্ধতি?
- ই-গভর্ন্যন্স
- ই-পর্চা
- ই-লার্নিং
- ই-বুক
21348. বাণিজ্যের শর্ত কয়টি?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
21349. কোনটি ব্যবহার করে অনলাইনে সরাসরি গান বা চলচ্চিত্র উপভোগ করা সম্ভব হচ্ছে?
- ইন্টারনেট
- টেলিভিশন
- রেডিও
- এমডিএস
21350. বর্তমান সরকারের আমলে কোন দিকটি দ্রুত উন্নতির দিকে অগ্রসর হচ্ছে?
- মানবসম্পদ
- তথ্যপ্রযুক্তির বিকাশ
- বেকারত্ব
- দারিদ্রতা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কম্পিউটার-তথ্যপ্রযুক্তি-এবং-আমাদের-বাংলাদেশ - এসএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2135"