কম্পিউটার-ও-কম্পিউটার-ব্যবহারকারীর-নিরাপদ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2150
21491. তথ্যের গোপনীয়তা বজায় রাখার কাজটি কে করে?
- কম্পিউটার
- ফোল্ডার
- ইন্টারনেট
- পাসওয়ার্ড
21492. কম্পিউটার ধীর হওয়ার কারণ-
- টেম্পোরারি ফাইল তৈরি হওয়া
- কম্পিউটার পুরাতন হওয়া
- অত্যাধুনিক সফটওয়্যার ইনস্টল করা
A,C
21493. সিপিউ ঠান্ডা না হতে পারার একটি কারণ হলো-
- ধুলোবালি জমে বায়ু চলাচল বাধাগ্রস্থ হওয়া
- র্যাম এর সমস্যা
- প্রসেসর আপডেট না করা
- সিপিউ এর সমস্যা
21494. তথ্য অধিকার আইন–
- জনগনের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করে
- ২০০৯ সালে প্রাণীত হয়
- রাষ্ট্রের নিরাপত্তার সাথে জড়িত তথ্য প্রাপ্তি নিশ্চিত করে
A,B
21495. প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না কারণ কী?
- মনিটরের ব্রাহটনেস কম
- পাওয়ার সাপ্লাই ইউনিট
- প্রিন্টারের সাথে পাওয়ার ক্যাবলটি সংযুক্ত নেই
- র্যাম এর সমস্যা
21496. কম্পিউটার ধীরগতি হওয়ার কারণ কী?
- পুরানো হয়ে যাওয়া
- রক্ষণাবেক্ষণের অভাবে
- কম্পিউটার বিষয়ে বিশেষজ্ঞ না হওয়া
- কম ব্যবহার করা
21497. রোহান তার কম্পিউটারে তথ্য রক্ষায় পাসওয়ার্ড ব্যবহার করে। তার ব্যবহার করা পাসওয়াডটি এমন যেটি কেউ সহজে অনুমান করতে পারবেনা এবং যেটি অন্যদের থেকে আলাদা। রোহান কিছু নিয়ম মেনে পাসওয়ার্ডটি তৈরি করেছিল।
- সহজ
- মৌলিক
- অনুমানযোগ্য
- সৃজনশীল
21498. রোহান যে নিয়মগুলো অনুসরণ করেছিল-
- সংখ্যা
- চিহ্ন ও শব্দের ব্যবহারব্যক্তিগত তথ্য ব্যবহার
- বড় আকার
A,C
21499. একটি সফটওয়্যার ইনস্টল করার ধাপগুলো হলো-
- Setup ফাইল run করা
- language select করা
- সফটওয়্যারটি uninstall করা
A,B
21500. মনিটরে পাওয়ার না আসলে যেটি করতে হবে-
- পাওয়ার বোতাম চালু করতে হবে
- এসি পাওয়ার কার্ডটি ভালোভাবে সংযুক্ত করতে হবে
- হার্ডডিস্ক চেক করতে হবে
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপদ এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি"