এসো-বলকে-জানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1825
18241. কোনো বস্তুর ওপর অন্য বস্তুর ধাক্কা বা টানকে কী বলে?
- ভরবেগ
- ভর
- চাপ
- বল
18242. বল ঘটাতে পারে-
- একটি বস্তুর আকৃতির পরিবর্তন
- গতিশীল বস্তুর বেগ হ্রাস বা বৃদ্ধি
- বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে
A,B,C
18243. একজন মাঝি নৌকা চালানোর সময় বাঁশের লগি দিয়ে ভূমিতে ধাক্কা দেন তখন ভূমিও লগির ওপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। উপরোক্ত ক্ষেত্রে-
- ঘটনাটি নিউটনের গতির ৩য় সূত্র মেনে চলে
- প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ নৌকাকে সামনে এগিয়ে নিয়ে যায়
- প্রতিক্রিয়া বলের উলম্ব উপাংশ নৌকার ওজন বৃদ্ধি করে
A,B
18244. পৃথিবী অন্য বস্তুকে যে বলে টানে তাকে কী বলে?
- মহাকর্ষ
- অভিকর্ষ
- সবল নিউক্লিয়
- স্পর্শ বল
18245. দুর্বল নিউক্লিয় আকর্ষণ ও বিকর্ষণ উভয়ধর্মী হতে পারে?
- তাড়িতচৌম্বক বল
- ঘর্ষণ বল
- মহাকর্ষ বল
- দুর্বল নিউক্লিয় বল
18246. কোন বল নিউক্লিয়াসের বাইরে কাজ করে না?
- সবল নিউক্লিয় বল
- চুম্বক বল
- তাড়িত চৌম্বক
- মহাকর্ষ বল
18247. যে বল বস্তুর সংস্পর্শে না এসেও বস্তুর ওপর ক্রিয়া করে তাকে কী বল বলে?
- স্পর্শ
- অস্পর্শ
- পেশিজ বল
- ঘর্ষণ
18248. ঘর্ষণ বল কয়টি বিষয়ের ওপর নির্ভর করে?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
18249. চুম্বক পেরেক আকর্ষণ করে-
- স্টিলের তৈরি বস্তুকে
- লোহার তৈরি বস্তুকে
- আলপিনের তৈরি বস্তুকে
A,B,C
18250. বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে? এটি কার সূত্র?
- গ্যালিলিও
- আইনস্টাইন
- নিউটন
- স্যার জগদীশ চন্দ্র বসু
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসো-বলকে-জানি - এসএসসি-সাধারণ বিজ্ঞান-10"