এসো-বলকে-জানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 522
5211. তড়িৎ চৌম্বক বল নিয়ন্ত্রণ করে-
- বস্তুর আধানের পরিমাণ
- পরমাণুর গঠন
- আধানের মধ্যবর্তী দূরত্ব
- আধানের গতির পরিমাণ
5212. ট্রাফিক সিগন্যালে কয়টি বাতি জ্বলে?
- এক
- দুই
- তিন
- চার
5213. চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ল। এর কারণ কোনটি?
- গতি জড়তা
- স্থিতি জড়তা
- প্রতিক্রিয়া বল
- যাত্রীর ভারসাম্যহীনতা
5214. ঘর্ষণ-
- সর্বদা গতিকে বাধা দেয়
- বল হচ্ছে স্পর্শ বলের উদাহরণ
- এর সুবিধা ও অসুবিধা দুটিই আছে
A,B,C
5215. কোন বল আকর্ষণ ও বিকর্ষণধর্মী হতে পারে?
- চৌম্বক বল
- দুর্বল নিউক্লিয় বল
- মাধ্যাকর্ষণ বল
- ঘর্ষণ বল
5216. কোনো বস্তুর গতির দিক পরিবর্তনের সময় কিসের প্রভাব পরিলক্ষিত হয়?
- ভরবেগ
- জড়তা
- বল
- বেগ
5217. নিউটনের প্রথম সূত্রানুসারে স্থির বস্তু-
- সুষম দ্রুতিতে চলবে
- সুষম ত্বরণে চলবে
- স্থিরই থাকবে
- অসম দ্রুতিতে চলবে
5218. নিউটনের প্রথম সূত্র হতে কোনটির গুণগত সংজ্ঞা পাওয়া যায়?
- জড়তা
- ট্রাফিক সিগন্যাল
- বল
- গতি
5219. মহাকর্ষ বলের মান বস্তুবদ্বয়ের-
- ভরের গুণফলের সমানুপাতিক
- মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তনুপাতিক
- মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক
A,B
5220. বলের সমীকরণ কোনটি?
- বল = ওজন X ত্বরণ
- বল = ভর X বেগ
- বল = ভর X ত্বরণ
- বল = ভর X সরণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসো-বলকে-জানি - এসএসসি-জীববিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 522"